র‌্যাঙ্কিংয়ে মুমিনুল-খালেদের উন্নতি, শান্ত-লিটনের অবনতি

স্পোর্টস ডেস্ক
২৭ মার্চ ২০২৪, ১৫:৪৩
শেয়ার :
র‌্যাঙ্কিংয়ে মুমিনুল-খালেদের উন্নতি, শান্ত-লিটনের অবনতি

সিলেট টেস্টে শ্রীলংকার বিপক্ষে বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। বিশেষ করে চরম ব্যর্থতা দেখিয়েছেন ব্যাটাররা। ব্যাট হাতে একমাত্র দৃঢ়তা দেখিয়েছেন মুমিনুল হক। ৩২৮ রানে হেরে যাওয়া ম্যাচে দ্বিতীয় ইনিংসে ৮৭ রান করেছেন মুমিনুল। দুর্দান্ত ব্যাটিংয়ের পুরস্কারও এবার পেলেন বাঁহাতি এই ব্যাটার। 

আজ বুধবার প্রকাশিত আইসিসি র‌্যাঙ্কিংয়ে দেখা গেছে ৮ ধাপ এগিয়েছেন মুমিনুল। টপ অর্ডার এই ব্যাটার এখন র‌্যাঙ্কিংয়ের ৫০তম স্থানে। উন্নতি হয়েছে বোলার খালেদ আহমেদেরও। ম্যাচে মোট ৪ উইকেট নেওয়া খালেদ এগিয়েছেন ৯ ধাপ। বর্তমানে ডানহাতি এই পেসার আছেন ৮৯তম স্থানে। 

র‌্যাঙ্কিংয়ে অবনতি ঘটেছে সিলেট টেস্টে ব্যর্থ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও লিটন দাসের। দুই ইনিংস মিলিয়ে মাত্র ১১ রান করা শান্ত ৯ ধাপ পিছিয়ে এখন ৫৩ নম্বরে। আর প্রথম ইনিংসে ২৫ রান করলেও দ্বিতীয় ইনিংসে ‘গোল্ডেন ডাক’ মারা লিটন ৭ ধাপ নিচে নেমে এখন আছেন যৌথভাবে ২৪তম স্থানে। 

র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন সিলেট টেস্টে জোড়া সেঞ্চুরি করা দুই লংকান ব্যাটার ধনাঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস। দুই ইনিংসে ১০২ ও ১০৮ রান করা শ্রীলংকান অধিনায়ক ধনাঞ্জয়া ১৫ ধাপ এগিয়ে এখন আছেন চতুর্দশ স্থানে। আর ১০২ ও ১৫৪ রান করা কামিন্দু আছেন ৬৪তম স্থানে। 

সিলেট টেস্টে ৭ উইকেট নেওয়া লঙ্কান পেসার বিশ্ব ফার্নান্দো ৭ ধাপ এগিয়ে আছেন ৪৩তম স্থানে। একই টেস্টে প্রথম ইনিংসে ৩ উইকেট ও দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেওয়া কাসুন রাজিথা ৬ ধাপ এগিয়ে আছেন ৩৮ নম্বরে। 

টেস্টে ব্যাটারদের মধ্যে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ তিনে আছেন নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন, ইংল্যান্ডের জো রুট ও পাকিস্তানের বাবর আজম। বোলারদের মধ্যে সবার ওপরে ভারতের রবিচন্দ্রন অশ্বিন। যৌথভাবে দুই নম্বরে অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউড ও ভারতের জাসপ্রিত বুমরাহ এবং তিন নম্বরে দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা।