তোপের মুখে পড়া হার্দিকের পাশে পোলার্ড
রোহিত শর্মার কাছ থেকে নেতৃত্ব হার্দিক পান্ডিয়াকে দেওয়ায় মুম্বাই ইন্ডিয়ানসের ভক্তদের একাংশ আগে থেকেই নাখোশ ছিলেন। গুজরাট টাইটান্সের বিপক্ষে প্রথম ম্যাচে কিছু সিদ্ধান্তের পর হার্দিকের ওপর ক্ষোভ আরও বেড়েছে।
গতকাল গুজরাটের বিপক্ষে জাসপ্রিত বুমরাহকে বল না দিয়ে নিজেই প্রথমে বোলিংয়ে আসেন হার্দিক। এছাড়া হারের এই ম্যাচে সাত নম্বরে ব্যাটিংয়ে আসেন মুম্বাই অধিনায়ক। বিষয়টি ভালোভাবে নেননি অনেকেই। তবে হার্দিক এক্ষেত্রে পাশে পেয়েছেন মুম্বাইয়ের ব্যাটিং কোচ কিয়েরন পোলার্ডকে।
পোলার্ড বলেন, ‘দল হিসেবে আপনি কী করতে চান, আপনার সেই পরিকল্পনা ও সিদ্ধান্ত নিতে হবে। হার্দিক (পান্ডিয়া) গত কয়েক বছরে গুজরাটের হয়ে নতুন বলে বোলিং করেছে। ও নতুন বলে সুইং পেয়েছে ও ভালো বোলিং করেছে, যা আমাদের কাছে নতুন কিছু নয়। আমরা নতুন বলের সুইংয়ের সুবিধা কাজে লাগানোর চেষ্টা করেছি। আমাদের সিদ্ধান্তে কোনো ভুল নেই।’
হার্দিকের সাত নম্বরে ব্যাটিংয়ের জন্য তাকে দায়ী করা যায় না উল্লেখ করে পোলার্ড বলেন, ‘একা একা কোনো সিদ্ধান্ত হয় না, তাই আমরা বলতে পারি না এটা তার (হার্দিক) সিদ্ধান্ত। দল হিসেবে আমাদের পরিকল্পনা থাকে।... ‘‘তাই হার্দিক এই সিদ্ধান্ত নিয়েছে, হার্দিক এটি করেছে, হার্দিক সেটি করেছে’’ বলা বন্ধ করুন। আমরা একটি দল। আমরা যৌথভাবে সিদ্ধান্ত নিই।’
প্রথম ম্যাচে রান পাননি ঈশান কিশান। তবে তার রানে ফিরতে দেরি হবে না উল্লেখ করে পোলার্ড বলেন, ‘সে আজকে (রান) করতে পারেনি।... তবে আশা করছি, পরের কয়েকটি ম্যাচের মধ্যেই, তার কাছ থেকে দুর্দান্ত পারফরম্যান্স দেখতে পাবেন। এবং যখন সে এটি করবে তখন আপনারা সবাই তার মেধার প্রশংসা করবেন।’