ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধ কৃষকের মৃত্যু

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
২৪ মার্চ ২০২৪, ১৬:৪৭
শেয়ার :
ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধ কৃষকের মৃত্যু

মৌলভীবাজারের কুলাউড়ায় ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে লিয়াকত আলী (৭৩) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ রবিবার সকাল ১০টার দিকে উপজেলার ভুকশিমইল ইউনিয়নের গৌড়করণ গ্রামে এ ঘটনা ঘটে। মৃত লিয়াকত গৌড়করন গ্রামের বাসিন্দা ও কৃষি কাজ করতেন।

ভুকশিমইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিজুর রহমান বলেন, গতকাল শনিবার রাত ৮ টার পর ঝড়ের সঙ্গে বজ্র বৃষ্টি ছিল। সকালে ইউনিয়নের গৌড়করণ গ্রামের বৃদ্ধ লিয়াকত হাকালুকি হাওর এলাকায় পশুর জন্য ঘাস কাটতে যান। এ সময় ঝড়ে বিদ্যুতের ছিঁড়ে পড়া তারে জড়িয়ে তার মৃত্যু হয়।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, বৃদ্ধ কৃষকের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধারের পর থানায় আনা হয়েছে। তার পরিবার বিনা ময়নাতদন্তে নেওয়ার জন্য আবেদন করেছেন।