৯৭ রানে শেষ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
২৪ মার্চ ২০২৪, ১২:১৮
শেয়ার :
৯৭ রানে শেষ বাংলাদেশ

অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়াবে কী, উল্টো ব্যাটিং ব্যর্থতায় বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ নারী দল। প্রথম ব্যাট করা নিগার সুলতানা জ্যোতিরা মাত্র ৯৭ রানে অলআউট হয়েছে।

আজ রবিবার মিরপুর-শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয় দুদল। বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায় ম্যাচটি শুরু হয়। যেখানে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত টাইগ্রেস অধিনায়ক নিগার।

তবে ব্যাটিংয়ে নেমে শুরু থেকে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। অস্ট্রেলিয়ান বোলারদের তোপে টপঅর্ডারের ৪ ব্যাটার দুই অংকের ঘরে যাওয়ার আগে বিদায় নেন। টেলএন্ডারে নামা নাহিদা আক্তার ছাড়া কেউই সেভাবে দাঁড়াতে পারেননি। নাহিদা শেষের ব্যাটারদের নিয়ে দলীয় ইনিংস একশর কাছাকাছি নিয়ে যান। তিনি ৪৭ বলে ২২ রানে আউট হন।

এছাড়া ফাহিমা খাতুন ১১ ও রিতু মনি ১০ রানে আউট হন। বাংলাদেশ ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান আসে অতিরিক্ত থেকে।

অজি বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি উইকেট পান সোফি মোলিনেয়াক্স। এছাড়া ২টি করে উইকেট দখল করেন অ্যাশলে গার্ডনার, অ্যালানা কিং ও জিওর্জিয়া ওয়েরহাম।