বিশ্বকাপ সামনে রেখে অবসর ভেঙে ফিরছেন ইমাদ
পাকিস্তানের সমর্থকদের সুখবর দিলেন ইমাদ ওয়াসিম। অবসর ভেঙে আবার জাতীয় দলে ফিরছেন এই অলরাউন্ডার। ফেরার খবরটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিশ্চিত করেছেন তিনি।
এর আগে পাকিস্তান ঘরোয়া টি–টোয়েন্টি টুর্নামেন্ট পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডকে টানা চারটি বাঁচা–মরার ম্যাচ জিতিয়েছেন ইমাদ। যার তিনটিতেই হয়েছেন ম্যাচসেরা। মূলত এরপর থেকেই তাকে পাকিস্তান দলে ফেরানোর আলোচনা শুরু হয়।
এমনকি পিএসএলের শিরোপা জেতা ইসলামাবাদের অধিনায়ক শাদাব খানও তুলে ধরেছিলেন ইমাদের জাতীয় দলে ফেরার বিষয়টি। সব মিলিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি) ইমাদের সঙ্গে তার অবসর ভেঙে ফেরা নিয়ে কথা বলার উদ্যোগ নেয়।
পিসিবির কর্মকর্তাদের সঙ্গে ইমাদের কাঙ্ক্ষিত সেই বৈঠক হয়েছে। বৈঠকের পরিপ্রেক্ষিতে পাকিস্তানের সমর্থকদের জন্য সুখবর দিলেন ইমাদ।
এক্সে নিজের অবসর ভেঙে ফিরে আসা নিয়ে লিখেছেন ইমাদ, ‘পিসিবি কর্মর্তাদের সঙ্গে আলোচনার প্রেক্ষাপটে আমি এই ঘোষণা দিতে পেরে আনন্দিত যে আমার অবসরের বিষয়টি পুনর্বিবেচনা করছি। ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে আমি এই সংস্করণে পাকিস্তানের ক্রিকেটে আমার থাকার বিষয়টি নিশ্চিত করছি।’
তিনি আরও লিখেন, ‘আমার প্রতি পিসিবির আস্থা রাখার কারণে তাদের ধন্যবাদ জানাতে চাই। দেশের জন্য ভালো কিছু নিয়ে আসতে আমি নিজের সেরাটা দেব। পাকিস্তান আমার কাছে সবার আগে।’