তাইজুলের নিজেকে ছাড়ানোর দিনে ১৮৮ রানে অলআউট বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
২৩ মার্চ ২০২৪, ১৪:২২
শেয়ার :
তাইজুলের নিজেকে ছাড়ানোর দিনে ১৮৮ রানে অলআউট বাংলাদেশ

স্বীকৃত ব্যাটাররা যখন আসা-যাওয়ার মিছিলে, তখন একপ্রান্ত আগলে পড়ে ছিলেন তাইজুল ইসলাম। আগের সর্বোচ্চ ৩৯ রান ছাড়িয়ে এদিন করেন ৪৭ রান। শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে এটিই বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান। আর কেউ যোগ্য সঙ্গ দিতে না পারায় ১৮৮ রানেই অলআউট হয়েছে টাইগাররা। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ইনিংসে ২৮০ রানে অলআউট হয়েছিল শ্রীলংকা। বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ১৮৮ রানে অলআউট হওয়ায় লংকানরা লিড পেল ৯২ রানের। 

আগের দিন ৩ উইকেটে হারিয়ে কঠিন বিপদে পড়া বাংলাদেশের দ্বিতীয় দিনের শুরুটা একদম মন্দ ছিল না। প্রথম ৫ ওভারে আসে ২১ রান আসে মাহমুদুল হাসান জয় ও তাইজুল ইসলামের ব্যাটে। তবে লাহিরু কুমারার দাপটে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি জয়। দলীয় ৫৩ রানের মাথায় ব্যক্তিগত ১২ রান করে বিদায় নেন এই ওপেনার। এরপর মাঠে নেমেই ইতিবাচক ব্যাটিং শুরু করেন শাহাদাৎ হোসাইন দীপু। তবে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি তিনিও। দলের সঙ্গে আর ২০ রান যোগ হতেই সেই কুমারার বলে ফেরেন এই তারকা। ২৬ বলে ১৮ রান আসে তার ব্যাটে। 

আরেক পাশে একের পর এক উইকেট পতন দেখলেও অবিচল থাকেন মূলত বোলার তাইজুল। ষষ্ঠ উইকেটে প্রতিরোধ গড়ার চেষ্টা করে বাংলাদেশ। এবার তাইজুলকে সঙ্গ দেন লিটন দাস। দারুণ ব্যাটিং করছিলেন এই দুজন। তবে কুমারা আঘাত হানেন এবারও। ভাঙে তাদের ৪১ রানের জুটি। ১২৪ রানে ৬ উইকেট হারিয়ে কঠিন বিপদে পড়ে বাংলাদেশ। এরপর তাইজুলের সঙ্গ দিতে আসেন মিরাজ। ৬ উইকেট হারিয়ে ১৩২ রান তুলে দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষ করে বাংলাদেশ।

দ্বিতীয় সেশনে ১৫.৩ ওভার ব্যাট করে বাংলাদেশ। এই সময়ে স্কোরবোর্ডে যুক্ত হয় ৫৬ রান। যেখানে মূল অবদান রাখে খালেদ আহমেদ ও শরিফুল ইসলামের নবম উইকেট জুটি। এই সেশনের শুরুতেই বিদায় নেন তাইজুল। দলীয় ১৪০ রানের মাথায় কাসুন রাজিথার বলে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। ৬ চারে ৪৭ রানের ইনিংস খেলেন তিনি। হাফ সেঞ্চুরি না পেলেও এটিই তাইজুলের ক্যারিয়ারসেরা ইনিংস। বাংলাদেশের বিপদ বাড়িয়ে ১৪৭ রানের মাথায় ফেরেন মিরাজও। 

বাংলাদেশ দল যখন দেড়শর আশেপাশে অলআউট হওয়ার শঙ্কায় তখন পাল্টা আক্রমণ শুরু করেন খালেদ ও শরিফুল। নবম উইকেটে গড়েন ৪০ রানের মূল্যবান জুটি। এই সময়ে দুইজনই ২টি করে ছক্কা হাঁকান। ১৮৭ রানের মাথায় শরিফুল (১৫) আউট হওয়ার ১ রান পর ফেরেন খালেদও (২২)। 

এর আগে, ২৪৮ রানে পিছিয়ে থেকে প্রথম দিন শেষ করে বাংলাদেশ। প্রথমে ব্যাটিং করা শ্রীলংকাকে শুরুতে চেপে ধরেছিল বাংলাদেশ। ৫৭ রানের মধ্যেই তুলে নিয়েছিল লংকানদের ৫ উইকেট। এরপর শক্ত প্রতিরোধ গড়েন ধনাঞ্জয়া ডি সিলভা ও কামিন্ডু মেন্ডিস। ২০২ রানের জুটি গড়ে দলকে নিয়ে যান শক্ত অবস্থানে। তবে ২১ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ২৮০ রানেই অলআউট হয় শ্রীলংকা। 

যার জবাব দিতে নেমে শেষ বিকেলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দুই অঙ্কের রান ছোঁয়ার আগেই একে একে প্যাভিলিয়নের পথ ধরেন জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। নাইটওয়াচম্যান তাইজুল ইসলামকে নিয়ে মাঠ ছাড়েন ওপেনার মাহমুদুল হাসান জয়।