অবিচল তাইজুল, জয়-লিটনদের ব্যর্থতায় বিপদে বাংলাদেশ
শ্রীলংকাকে ২৮০ রানে আটকে রেখে প্রথম দিনে ৩১ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। তখন নাইটওয়াচম্যান হিসেবে মাঠে নামেন মূলত বোলার তাইজুল ইসলাম। চতুর্থ দিনের প্রথম সেশনে আরও ৩ উইকেট হারায় বাংলাদেশ। মাহমুদুল হাসান জয়, শাহাদাৎ হোসেন দীপু ও লিটন দাসরা উইকেট দিয়ে আসলেও আরেক প্রান্তে অবিচল থাকেন তাইজুল।
৬ উইকেট হারিয়ে ১৩২ রান তুলে সিলেট টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষ করেছে বাংলাদেশ। শ্রীলংকার রান ছুঁতে এখনো দরকার ১৪৮ রান। ৪১ রানে অপরাজিত তাইজুলের সঙ্গে উইকেটে আছেন মেহেদী হাসান মিরাজ (২*)।
আগের দিন ৩ উইকেটে হারিয়ে কঠিন বিপদে পড়া বাংলাদেশের দ্বিতীয় দিনের শুরুটা একদম মন্দ ছিল না। প্রথম ৫ ওভারে আসে ২১ রান। তবে লাহিরু কুমারার দাপটে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি মাহমুদুল হাসান জয়। দলীয় ৫৩ রানের মাথায় ব্যক্তিগত ১২ রান করে বিদায় নেন এই ওপেনার। এরপর মাঠে নেমেই ইতিবাচক ব্যাটিং শুরু করেন শাহাদাৎ হোসাইন দীপু। তবে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি তিনিও। দলের সঙ্গে আর ২০ রান যোগ হতেই সেই কুমারার বলে ফেরেন এই তারকা। ২৬ বলে ১৮ রান আসে তার ব্যাটে।
আরেক পাশে একের পর এক উইকেট পতন দেখলেও অবিচল থাকেন মূলত বোলার তাইজুল। ষষ্ঠ উইকেটে প্রতিরোধ গড়ার চেষ্টা করে বাংলাদেশ। এবার তাইজুলকে সঙ্গ দেন লিটন দাস। দারুণ ব্যাটিং করছিলেন এই দুজন। তবে কুমারা আঘাত হানেন এবারও। ভাঙে তাদের ৪১ রানের জুটি। ১২৪ রানে ৬ উইকেট হারিয়ে কঠিন বিপদে পড়ে বাংলাদেশ। এরপর তাইজুলের সঙ্গ দিতে আসেন মিরাজ।
এর আগে, ২৪৮ রানে পিছিয়ে থেকে প্রথম দিন শেষ করে বাংলাদেশ। প্রথমে ব্যাটিং করা শ্রীলংকাকে শুরুতে চেপে ধরেছিল বাংলাদেশ। ৫৭ রানের মধ্যেই তুলে নিয়েছিল লংকানদের ৫ উইকেট। এরপর শক্ত প্রতিরোধ গড়েন ধনাঞ্জয়া ডি সিলভা ও কামিন্ডু মেন্ডিস। ২০২ রানের জুটি গড়ে দলকে নিয়ে যান শক্ত অবস্থানে। তবে ২১ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ২৮০ রানেই অলআউট হয় শ্রীলংকা।
যার জবাব দিতে নেমে শেষ বিকেলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দুই অঙ্কের রান ছোঁয়ার আগেই একে একে প্যাভিলিয়নের পথ ধরেন জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। নাইটওয়াচম্যান তাইজুল ইসলামকে নিয়ে মাঠ ছাড়েন ওপেনার মাহমুদুল হাসান জয়।