রোজা ও কোরআন কেয়ামতের মাঠে সুপারিশ করবে

মুফতি হুমায়ুন আইয়ুব
২৩ মার্চ ২০২৪, ০০:০০
শেয়ার :
রোজা ও কোরআন কেয়ামতের মাঠে সুপারিশ করবে

কোরআন অবতীর্ণের মাস রোজা। মৌমাছি-মধুর নিবিড় বন্ধনের মতোই কুরআন ও রোজার বন্ধন। আল্ল­াহ বলেন, রোজার মাসে আমি কুরআন অবতীর্ণ করেছি। যা মানুষের জন্য কল্যাণময় পথের দিশা। এবং যা কল্যাণ ও অকল্যাণের পার্থক্যকারী। বাকারা : ১৮৫

হজরত আব্দুল্লাহ ইবনে আমর রা.-এর সূত্রে হজরত রাসুল সা. বলেছেন, রোজা ও কুরআন কেয়ামতের মাঠে বান্দার জন্য সুপারিশ করবে। রোজা বলবে, হে আল্লাহ আমার প্রতিপালক! আমি এই বান্দাকে দিনের বেলায় পানাহার ও স্ত্রী সম্ভোগ থেকে বিরত রেখেছিলাম। তার ক্ষমার জন্য আমার সুপারিশ গ্রহণ করো। কুরআন বলবে, আমি তাকে রাতের নিদ্রা থেকে বিরত রেখেছি, তার ক্ষমার জন্য আমার সুপারিশ গ্রহণ করো। কেয়ামতের মাঠে উভয়ের সুপারিশ গ্রহণ করা হবে। (বায়হাকি শরিফ) রোজার সওয়াব অর্জনে প্রধান অবলম্বন কুরআন তেলাওয়াত। তারাবি, তাহাজ্জুত ও নফল

নামাজে। অধিক তেলাওয়াতে অভ্যাস করা, সময়, সুযোগ বের করে তেলাওয়াতে ডুবে থাকা। হযরত রাসুল সা. বলেন, কুরআন তেলাওয়াতকারী প্রতিটি বর্ণে দশটি সওয়াব পায়। আমি বলছি না, ‘আলিফ লাম মিম’-এর মধ্যে একটি অক্ষর। বরং আলিফ আলাদা, লাম আলাদা, মিম আলাদা বর্ণ। সুনানে তিরমিজী : ৩০৭৫ প্রতিটির জন্য ভিন্ন সওয়াব। কুরআন তেলাওয়াতে দেহমন সজীব হয়ে ওঠে এবং আধ্যাত্মিক শক্তি বাড়ে।

মনে রাখতে হবে, বাংলাদেশি মুদ্রার নাম টাকা। সৌদি আরবের রিয়াল, আমেরিকায় ডলার, ইউরোপে ইউরো। পরকালের একটিই মুদ্রা, নাম-সওয়াব। কুরআনের প্রতিটি বর্ণপাঠে দশটি সওয়াব। রোজায় সত্তরটি। টাকা-রিয়াল-ডলার-ইউরো উপার্জনের চেয়ে চিরস্থায়ী জগত পরকালের সওয়াব উপার্জনের প্রতিযোগিতা করা উচিত। সওয়াব অর্জনে রোজার চেয়ে উত্তম সময় আর নেই।

দুই. কুরআনের অর্থ ও মর্ম বোঝার গতি ক্রমেই কমে আসছে আমাদের জীবনে। শিল্পনন্দিত মুদ্রিত কুরআন বুকে নয়, আমরা সাজিয়ে রাখি শোকেসে। মাঝে-মধ্যে চুমো খেয়ে সম্মান জানাই। এমনও তো হয়, শ্রদ্ধাভরে ঘরের কুরআনটি পাঠিয়ে দেই মসজিদে। বাসাবাড়িতে এত সামগ্রীর ভিড়ে কুরআন রাখব কোথায়! ওই আদুরে ছেলের মতো, যে মাকে উদ্দেশ করে বলে, বাসায় তোমার কষ্ট হয়, বৃদ্ধাশ্রম ভালো লাগবে।

বৃদ্ধ বাবা-মাকে বৃদ্ধাশ্রমের জীবন্ত কবরে পাঠিয়ে ছেলে যে তৃপ্তি পায়, ঘরের কুরআন মসজিদে পাঠিয়েও আমাদের সে রকম উপলব্ধি। সত্যিই কুরআনের মর্মকথা আমরা বুঝি না। খুব সহজে রঙিন মোড়কে আমরা কুরআন পেয়েছি বলে। বুখারি শরিফে আছে- একটি আয়াতের জন্য সাহাবিরা দিনের পর দিন পথে অপেক্ষার কষ্ট আমরা কি অনুভব করতে পারব? আল্লাহ বলেন, এক কল্যাণময় কিতাব আমি অবতীর্ণ করেছি। যাতে মানুষ কুরআন অনুভব করে। বোধসম্পন্ন ব্যক্তিরা তা উপদেশ হিসেবে গ্রহণ করে। (সূরা সদ : ২৯)।

প্রভু! কুরআনের মর্মোপলব্ধি করার শক্তি দাও আমাদের।

শিক্ষক : শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসা, চৌধুরীপাড়া, ঢাকা।