বেঙ্গালুরু এবার আইপিএল জিতবে, অদ্ভূত কারণ দেখালেন ব্রেট লি

স্পোর্টস ডেস্ক
২২ মার্চ ২০২৪, ১৪:৩১
শেয়ার :
বেঙ্গালুরু এবার আইপিএল জিতবে, অদ্ভূত কারণ দেখালেন ব্রেট লি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এখনো কোনো শিরোপা জিততে পারেনি রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (আরসিবি)। প্রতিবারই দুর্দান্ত সব খেলোয়াড় নিয়ে দল গড়ে তারা। অথচ এখনো পর্যন্ত দলটির সর্বোচ্চ সাফল্য তিনবারের রানার্স আপ হওয়া।

কয়েকদিন আগেই আরসিবির নারী দল আইপিএলের শিরোপা ঘরে তোলে। সম্প্রতি আরসিবির পুরুষ দলের সাবেক ক্রিকেটার এবিডি ভিলিয়ার্স একটি অনুষ্ঠানে আশা প্রকাশ করেছেন নারী দলের মতো সফল হবে পুরুষরাও। ডি ভিলিয়ার্সের সঙ্গে সেই অনুষ্ঠানে ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার ব্রেট লিও। সাবেক প্রোটিয়া ব্যাটারের কথার সঙ্গে সুর মিলিয়েছেন তিনিও। 

বলে রাখা ভালো, আইপিএলের এবারের মৌসুম শুরুর আগে ফ্রাঞ্চাইজির নাম পরিবর্তন করেছে আরসিবি। রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পরিবর্তে রাখা হয় রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পরিবর্তন হয়েছে জার্সিরও। অদ্ভূতভাবে, এই পরিবর্তনই তাদের জন্য শিরোপা নিয়ে আসবে বলে বিশ্বাস লি’র।

---আরসিবি দল

লি বলেন, ‘আমি দশটি ফ্র্যাঞ্চাইজি, সবগুলোকেই চিনি। সে (ডি ভিলিয়ার্স) আমার পাশে বসে আছে দেখে বলছি না, আমি আসলেই মনে করি এই বছর আরসিবির ভালো সুযোগ আছে। আমি তাদের বিপক্ষে বাজি ধরতে পারছি না। অনেক বছর ধরেই তারা অন্যতম সেরা দল, বিভিন্নভাবে। ভারতে অনেক কুসংস্কার আছে। তারা (আরসিবি) তাদের নাম পরিবর্তন করেছে, জার্সির রং পরিবর্তন করেছে। এটাই হতে পারে (সৌভাগ্যের) সেই বছর।’

প্রসঙ্গত, আজ শুক্রবার শুরু হচ্ছে আইপিএলের এবারের আসর। গত আসরের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের ঘরের মাঠ চিপকে উদ্বোধনী ম্যাচেই স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে বেঙ্গালুরু।