ধনাঞ্জয়া-কামিন্ডুর ফিফটিতে শ্রীলংকার শক্ত প্রতিরোধ

স্পোর্টস ডেস্ক
২২ মার্চ ২০২৪, ১৪:০২
শেয়ার :
ধনাঞ্জয়া-কামিন্ডুর ফিফটিতে শ্রীলংকার শক্ত প্রতিরোধ

খালেদ আহমেদের গতির দাপটে ৫৭ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বসেছিল শ্রীলংকা। সেখান থেকে কামিন্ডু মেন্ডিসকে নিয়ে শক্ত প্রতিরোধ গড়েন লংকান অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা। আর কোনো উইকেট হারিয়ে দলকে নিয়ে গেছেন ভালো অবস্থানে। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাশের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটির প্রথম দিনে ব্যাট করছে লংকানরা। এখন চলছে দ্বিতীয় সেশন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪০ ওভার শেষে লংকানদের রান ৫ উইকেট হারিয়ে ১৮৩। ধনাঞ্জায়া ৫৭ রানে ও কামিন্ডু ৬৮ রানে অপরাজিত আছেন। দুজনের জুটিতে এখনো পর্যন্ত এসেছে ১২৬ রান। 

এদিন শুরুতে খালেদের পেস বল বুঝে উঠতে পারেনি শ্রীলংকা। ইনিংসের দ্বিতীয় ওভারের শেষ বলে নিশান মাদুশকাকে ফেরান তিনি। এর পর দ্বাদশ ওভারে তুলে নেন জোড়া উইকেট। ওভারের দ্বিতীয় বলে কুশল মেন্ডিসকে ফেরান। এরপর ষষ্ঠ বলে আরেক সেট ব্যাটার দিমুথ করুণারত্নেকে বোল্ড করেন তিনি।

এরপর খালেদের করা চতুর্দশ ওভারে আবারও আসে উইকেট। য তার করা চতুর্থ বল অফ সাইডে ঠেলে দিয়ে দিনেশ চান্দিমাল রান নিতে কল করেন অ্যাঞ্জেলো ম্যাথিউসকে। কিন্তু নাজমুল হোসেন শান্তর থ্রো ম্যাথুজ পৌঁছানোর আগেই উইকেট ভেঙে দেয়। শ্রীলংকা ৪৭ রানেই চতুর্থ উইকেট হারায়। ৫৭ রানের মাথায় শরিফুল ইসলামের বলে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ক্যাচে পরিণত হয়ে ফেরেন দিনেশ চান্ডিমাল। এরপরই জুটি গড়েন ধনাঞ্জয়া ও কামিন্ডু। 

এর আগে, শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হাসান শান্ত। বাংলাদেশ সময় সকাল ১০টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। বাংলাদেশের হয়ে আজ অভিষেক হয়েছে ঘরোয়া ক্রিকেট ও বিপিএলে গতির ঝড় তোলা পেসার নাহিদ রানার। টস জেতার পর শান্ত বলেন, ‘উইকেট ভেজা মনে হচ্ছে। সকালের কন্ডিশনটা কাজে লাগাতে চাইব। আশা করি সুইং ও সিম মুভমেন্ট থাকবে।’