তরুণদের সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে
হাফিজ উদ্দিন আহমদ, ভাইস চেয়ারম্যান, বিএনপি
আন্তর্জাতিক শক্তির সংঘাতে বাংলাদেশের জড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম বলেছেন, ক্ষমতায় গেলে দক্ষিণ কোরিয়া, ইসরায়েল ও অন্যান্য দেশের মতো সামরিক প্রশিক্ষণ দিয়ে দেশের ছাত্র-যুবকদের সিটিজেন আর্মির প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। গতকাল বৃহস্পতিবার গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মুক্তিযুদ্ধে জেড ফোর্সের সেনা কর্মকর্তা হাফিজ বলেন, ‘আগামী দিনগুলোতে আমাদের আবার নতুন করে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য, বিদেশি শক্তির হাত থেকে দেশবাসীকে মুক্ত রাখার জন্য, চিন্তার স্বাধীনতা, সাংস্কৃতিক স্বাধীনতা অর্জনের জন্য আমাদের হয়তো ভূমিকা রাখতে হবে।’
আরও পড়ুন:
একে আবদুল মোমেন, পররাষ্ট্রমন্ত্রী
হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘একাত্তরের যুদ্ধ ছিল গণতন্ত্র অর্জনের যুদ্ধ। আজকে দেশে গণতন্ত্র, মানুষের মৌলিক অধিকার, বাক স্বাধীনতা ও সংবাদপত্রের মতপ্রকাশের স্বাধীনতা নেই। পাঠ্যপুস্তকে বীরদের কথা লিখিত নেই। মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হয়েছে।’
সংবাদ সম্মেলনে আর উপস্থিত ছিলেন স্বাধীনতা দিবস উদযাপন কমিটির সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, রুহুল ?কুদ্দুস তালুকদার দুলু, বিলকিস জাহান শিরিন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, অধ্যক্ষ সেলিম ?ভূঁইয়া, সাখাওয়াত হাসান জীবন, মুক্তিযোদ্ধা দলের জয়নাল আবদীন, সৈয়দ ইশতিয়াক আজিজ উলফাত, সাদেক খান, ঢাকা মহানগর বিএনপির তানভীর আহমেদ, ইশরাক হোসেন, যুবদলের রুহুল আমিন আকিল, স্বেচ্ছাসেবক কামরুজ্জামান বিপ্লব, মৎস্যজীবী দলের আবদুর রহিম, মহিলা দলের সুলতানা আহমেদ, তাঁতী দলের আবদুল কালাম আজাদ, মজিবুর রহমান, জাসাসের লিয়াকত আলী, জাকির হোসেন জাকির, ছাত্রদলের রাবিকুল ইসলাম রাকিব ও নাছির উদ্দীন নাছির।
আরও পড়ুন:
পাল্টে যেতে পারে আন্দোলনের ধরন