আইপিএল থেকে নাম প্রত্যাহার করলেন জাম্পা
দরজায় কড়া নাড়ছে ক্রিকেট দুনিয়ার অন্যতম আকর্ষণীয় ক্রিকেট লিগ আইপিএল। আগামীকাল শুক্রবার রাত সাড়ে আটটায় চেন্নাই সুপার কিংস ও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ দিয়ে উদ্বোধন হবে ভারতের এই টুর্নামেন্টের। এই সময়ে এসে বড় ধাক্কা খেল আইপিএলের অন্যতম ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস।
আজ বৃহস্পতিবার আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন রাজস্থানের লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। ব্যক্তিগত কারণে সরে গেছেন বলে দাবি করেছেন অস্ট্রেলিয়ান এই তারকা। জাম্পার ম্যানেজার এই তথ্য নিশ্চিত করেছেন।
জাম্পাকে গতবারের দেড় কোটি রুপিতেই রেখে দিয়েছিল ২০০৮ মৌসুমের চ্যাম্পিয়ন রাজস্থান। রবিচন্দ্রন অশ্বিন ও যুজবেন্দ্র চাহালের সঙ্গে রাজস্থানের অন্যতম বোলিং ভরসা ছিলেন তিনি। গত মৌসুমে ৬ ম্যাচ খেলেছেন জাম্পা। যেখানে ২৩.৫০ গড়ে ৮ উইকেট শিকার করেছেন তিনি। চেন্নাইয়ের বিপক্ষে ২২ রানের বিনিময়ে ৩ উইকেট ছিল তার সেরা বোলিং ফিগার।
জাম্পার এই ঘটনা ছাড়াও এবারের আইপিএল আগে একটি ধাক্কা খেয়েছে রাজস্থান। আগেই জানা গিয়েছিল, তারা এবার পাচ্ছে না দলের অন্যতম পেসার প্রসিদ্ধ কৃষ্ণাকে। গত ফেব্রুয়ারির শেষ দিকে চোটের কারণে অস্ত্রোপচার করাতে হয়েছে তাকে। ফলে গোটা আইপিএল মৌসুমই খেলা থেকে বাইরে থাকতে হবে এই তারকাকে।