বড় শাস্তি পেলেন বার্সা কোচ জাভি
ঘটনা লা লিগায় বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদ ম্যাচের। গত রবিবার সেই ম্যাচে ৩-০ গোলের জয় পায় বার্সেলোনা। ম্যাচের ৪০তম মিনিটে আক্সেল উইটসেলের ট্যাকলে পড়ে যান বার্সার রবার্তো লেভানদফস্কি। সেসময় টাচলাইনে বেশ ক্ষিপ্ত হয়ে ওঠেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ। সঙ্গে সঙ্গে তাকে হলুদ কার্ড দেখান রেফারি।
তার কিছুক্ষণ পরে ফাউলের শিকার হন বার্সার আক্রমণভাগের আরেক খেলোয়াড় ইলকাই গুনদোয়ান। আবারও উত্তেজিত হয়ে যান জাভি। পরে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন তিনি। সেই ঘটনায় এবার আরও বড় শাস্তি পেলেন বার্সা কোচ। লা লিগায় তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কম্পিটিশন কমিটি।
আজ বৃহস্পতিবার জাভির নিষেধাজ্ঞার এই তথ্য জানায় স্প্যানিশ ফুটবল ফেডারেশন। যদিও এই শাস্তির বিরুদ্ধে আপিল করার সুযোগ আছে বার্সেলোনার সামনে। এই নিষেধাজ্ঞার কারণে লা লিগায় বার্সার পরের ম্যাচ লাস পালমাস ও কাদিসের বিপক্ষে ডাগআউটে থাকতে পারবেন না।
৩ ম্যাচের নিষেধাজ্ঞায় পড়লে বড় সমস্যায় পড়তে হতো বার্সেলোনাকে। কারণ নিষিদ্ধ হওয়া এই দুই ম্যাচের পরই বার্সার খেলা রিয়াল মাদ্রিদের বিপক্ষে। আগামী ২১ এপ্রিল রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠেয় সেই ম্যাচে ডাগআউটে ফিরবেন জাভি।