ধোনি যুগ শেষ, মোস্তাফিজদের নতুন অধিনায়ক ঘোষণা

স্পোর্টস ডেস্ক
২১ মার্চ ২০২৪, ১৯:১৫
শেয়ার :
ধোনি যুগ শেষ, মোস্তাফিজদের নতুন অধিনায়ক ঘোষণা

মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে প্রথমবারের মতো আইপিএল খেলার কথা ছিল মোস্তাফিজুর রহমানের। তবে সেটি আর হচ্ছে না। চলতি আসরের আইপিএল শুরুর আগের দিন অধিনায়ক পরিবর্তন হয়েছে চেন্নাই সুপার কিংসের। ধোনির বদলে নেতৃত্বভার উঠেছে টপ অর্ডার ব্যাটার রুতুরাজ গাইকোয়াড়ের কাঁধে। 

আজ বৃহস্পতিবার অধিনায়ক মিটিংয়ে ধোনির পরিবর্তে গাইকোয়াড় যোগ দেওয়ার পর এই ঘোষণা এসেছে। আগামীকাল শুক্রবার রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচ দিয়ে আইপিএল অভিযান শুরু করবে চেন্নাই। 

আইপিএলের প্রথম মৌসুম থেকেই চেন্নাইয়ের অধিনায়ক ছিলেন ধোনি। এই পর্যন্ত পাঁচবার দলকে শিরোপা জিতিয়েছেন ‘ক্যাপ্টেন কুল’। মুম্বাইয়ের রোহিত শর্মার পাশাপাশি যেটি সর্বোচ্চ। 

ভারতের হয়ে ছয়টি ওয়ানডে ও ১৯টি টি-টোয়েন্টি খেলা গাইকোয়াড় ২০২০ সালে চেন্নাইয়ে খেলা শুরু করেন। চেন্নাইয়ের জার্সিতে এ পর্যন্ত ৫২ ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে তার। গত মৌসুমটি দারুণ কেটেছে ডানহাতি এই ব্যাটারের। ১৬ ম্যাচে ১৪৭.৫০ স্ট্রাইকরেটে ৫৯০ রান করে দলকে শিরোপা জেতাতে রেখেছেন বড় ভূমিকা। 

ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে চেন্নাই সুপার কিংস (সিএসকে) লিখেছে, ২০২৪ সালের টাটা আইপিএল শুরুর আগে রুতুরাজ গাইকোয়াড়ের কাঁধে নেতৃত্বভার তুলে দিয়েছেন এমএস ধোনি। চেন্নাই সুপার কিংসে ২০১৯ সাল থেকে রুতুরাজ এক অবিচ্ছেদ্য অংশ এবং এই সময়ে ৫২ ম্যাচ খেলেছে।’

ক্রিকেট ইতিহাসে অন্যতম বৈচিত্র্যময় ক্যারিয়ার কেটেছে ধোনির। টিকেট সংগ্রাহক থেকে হয়েছেন ভারতের সবচেয়ে সফল শিরোপাজয়ী অধিনায়ক। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ ওয়ানডে বিশ্বকাপ ও ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে ভারতকে নেতৃত্ব দিয়েছেন এই তারকা। 

চেন্নাইয়ের অধিনায়ক হিসেবে ২০১০, ২০১১, ২০১৮, ২০২১ ও ২০২৩ সালের শিরোপা জিতেছেন তিনি। আইপিএলের অন্যতম সফল অধিনায়ক তিনি। চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ ২৫০টি ম্যাচ খেলেছেন ধোনি। এই ম্যাচগুলোতে ৩৮.৭৯ গড়ে ৫ হাজার ৮২ রান করেছেন তিনি। ২৪টি অর্ধশতক ছাড়াও আছে ১৪২টি ক্যাচ ও ৪২টি স্টাম্পিং।