মাশরাফির দুরন্ত বোলিংয়ে সহজ জয় রূপগঞ্জের

স্পোর্টস ডেস্ক
২১ মার্চ ২০২৪, ১৬:২৬
শেয়ার :
মাশরাফির দুরন্ত বোলিংয়ে সহজ জয় রূপগঞ্জের

রাজনৈতিক দায়িত্ব পালন করতে বিপিএলের মাঝপথেই সিলেট স্ট্রাইকার্স ছেড়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। দীর্ঘদিন পর ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ দিয়ে মাঠে ফিরেছেন এই তারকা। মাশরাফি ফিরলেন রাজার মতোই। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ৫ উইকেট তুলে নিয়েছেন লিজেন্ডস অব রূপগঞ্জের এই পেসার। তার বোলিং তোপেই গাজী গ্রুপের বিপক্ষে ৬ উইকেটের অনায়াস জয়ে পেয়েছে রূপগঞ্জ। 

সাভারে বিকেএসপির তিন নম্বর মাঠে প্রথমে ব্যাট করে ১৩৬ করতে পারে গাজী গ্রুপ। এদিন নিখুঁত লাইনে-লেংথে বল করেন মাশরাফি। আউট সুইংটাও ছিল ৪০ বছর বয়সী এই পেসারের হাতে। টানা ৮ ওভারের স্পেলে ১৯ রানে ৫ উইকেট শিকার করেন মাশরাফি। লিস্ট 'এ' ক্রিকেটে তার অষ্টম ৫ উইকেট এটি। বাংলাদেশের বোলারদের মধ্যে মাশরাফির চেয়ে বেশি ৫ উইকেট আছে কেবল আব্দুর রাজ্জাকের (৯টি)।

দলীয় একাদশ ওভারে মাশরাফি আক্রমণে আসেন। প্রথম ওভারের পঞ্চম বলে দ্বিতীয় উইকেটে ৪০ রানের জুটি গড়া প্রিতম কুমার ও আনিসুল ইসলাম পার্টনারশিপ ভাঙেন। প্রিতমকে ক্যাচে ফেরান তিনি। এরপর নিজের চতুর্থ ওভারে ২ উইকেট নেন মাশরাফি। প্রথমে সাব্বির হোসেন শিকদার উইকেটের পেছনে ক্যাচ দেন। এক বল পর লেগ স্টাম্পের বাইরের ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দেন ফয়সাল আহমেদ।

মইন খান মাশরাফির পরের ওভারে উড়িয়ে মারার চেষ্টায় ডিপ কভারে ধরা পড়েন। পরে শর্ট বলে পুল করে মিড উইকেটে ক্যাচ দেন মাহফুজুর রহমান রাব্বি। ৫ উইকেট শিকার হয় মাশরাফির। এদিন ইনিংসের ৮৭ বল বাকি থাকতেই অলআউট হয়েছে গাজী গ্রুপ। রূপগঞ্জের হয়ে আব্দুল হালিম নেন ২ উইকেট। আনিসুল গাজী গ্রুপের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন।

জবাব দিতে নেমে ৭৯ রানের মধ্যেই ৪ উইকেট হারিয়ে বসেছিল রূপগঞ্জ। তবে পঞ্চম উইকেটে অবিচ্ছিন্ন ৫৮ রানের জুটি গড়ে দলকে সহজ জয় এনে দেন চৌধুরী রিজওয়ান ও শামীম হোসেন। রূপগঞ্জের এটি টানা চতুর্থ জয়। এর আগে মাশরাফির দল হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন, সিটি ক্লাব ও রূপগঞ্জ টাইগার্সকে।