মুশফিকের চোটে কপাল খুলল হৃদয়ের

স্পোর্টস ডেস্ক
২০ মার্চ ২০২৪, ২০:০০
শেয়ার :
মুশফিকের চোটে কপাল খুলল হৃদয়ের

টি-টোয়েন্টির পর শেষ হয়েছে ওয়ানডে সিরিজও। লংকানরা সংক্ষিপ্ত সংস্করণে সিরিজ জিতলেও ওয়ানডের শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ। এবার দুই দলের সামনে ক্রিকেটের সবচেয়ে পুরোনো সংস্করণ টেস্টে নিজেদের সামর্থ্য দেখানোর পালা। তবে সিরিজ শুরুর আগেই দুঃসংবাদ পায় বাংলাদেশ। 

চট্টগ্রামে সিরিজের শেষ ওয়ানডেতে কিপিং করতে গিয়ে চোট পান মুশফিকুর রহিম। তারপরও গত সোমবার বিসিবির ঘোষিত টেস্ট দলে ছিলেন মুশফিকুর রহিম। তবে গতকাল জানা যায়, চোটের কারণে শ্রীলংকার বিপক্ষে এই টেস্ট সিরিজে খেলতে পারবেন না তিনি। 

আজ মুশফিকের বিকল্প ক্রিকেটার খুঁজতে বসেছিল বিসিবির সভা। সেখানে তার বিকল্প হিসেবে ঠিক করা হয় মিডল অর্ডার ব্যাটার তাওহীদ হৃদয়কে। সিলেটে শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্ট শুরু হবে আগামী শুক্রবার। আর দলের সঙ্গে আগামীকালেই যোগ দেওয়ার কথা হৃদয়ের। 

এখনো পর্যন্ত ৩০টি ওয়ানডে এবং ১৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেললেও টেস্টে অভিষেক হয়নি হৃদয়ের। এবার সেটিও হয়ে যেতে পারে। প্রথম শ্রেণিতে মন্দ নয় হৃদয়ের গড়। ২০ ইনিংসে ৪৮.০৫ গড়ে করেছেন ৯১৩ রান। আছে ডাবল সেঞ্চুরির ইনিংসও।