মাঠে রিশাদকে যে পরামর্শ দিয়েছিলেন মুশফিক
ম্যাচসেরা হয়েছেন রিশাদ। ছবি: সংগৃহীত
ভালো অবস্থানে থাকার পরও হঠাৎ চাপে পড়ে অতীতে বহু ম্যাচে হেরেছে বাংলাদেশ। তবে আজ চট্টগ্রামের মাঠে দেখা গেল উল্টোটা। চাপে পড়েও দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। মূলত, রিশাদ হোসেনের কল্যাণেই চাপকে অবলীলায় জয় করেছে টাইগাররা।
শ্রীলংকার বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে রিশাদ যখন মাঠে নামেন, বাংলাদেশের তখনো দরকার ৫৮ রান। হাতে আছে মাত্র ৪ উইকেট। রিশাদের কাজ ছিল মূলত, উইকেটে থাকা অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমকে সঙ্গ দেওয়া। তবে ম্যাচের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন রিশাদ। মাঠে নেমেই মুখোমুখি প্রথম বলে ছক্কা হাঁকান মূলত বোলার রিশাদ। সেই আগ্রাসন বজায় ছিল ম্যাচের শেষ পর্যন্ত। জয়ের পথে মাত্র ১৮ বলে খেলেন ৪৮ রানের ইনিংস। ৫টি চারের পাশাপাশি মেরেছেন ৪টি ছক্কা।
প্রথম দুই ওয়ানডেতে সুযোগ মেলেনি রিশাদের। তৃতীয় ওয়ানডেতে জায়গা পান তাইজুল ইসলামের বদলি হিসেবে। ব্যাটিংয়ের আগে বোলিংয়েও প্রথম বলেই উইকেট পেয়েছিলেন রিশাদ। ম্যাচসেরাও হয়েছেন তিনি।
পুরস্কার নেওয়ার সময় প্রতিক্রিয়া জানাতে গিয়ে রিশাদ বলেন, ‘আমরা ম্যাচটা জিততে পারায় আমি খুবই আনন্দিত। প্রথমে আমি একটু নার্ভাস ছিলাম, পরে আমি ব্যাটে-বলে ভালোভাবেই সংযোগ করতে পেরেছি।’
চাপের মুখে ব্যাটিংয়ে গিয়েছেন, এমন সময় আরেক পাশে থাকা অভিজ্ঞ মুশফিক কোনো পরামর্শ দিয়েছেন কি না এমন প্রসঙ্গে রিশাদ বলেন, ‘মুশফিক ভাই বলেছেন, তোমার জোনে (জায়গায়) বল পেলে মেরে দাও।’
এদিন ট্রফি নিয়ে ‘হেলমেট’ উদযাপন করেছেন মুশফিক। বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে হেলমেট বিভ্রাটে মাঠে দেরিতে উপস্থিত হওয়ায় টাইমড আউট হয়েছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। সেটিরই যেন ইঙ্গিত করলেন মুশফিক। এর আগে, টি-টোয়েন্টি সিরিজ জিতে টাইমড-আউট উদযাপন করেছিল শ্রীলংকা।