ইন্ডিয়ান ওয়েলসে চ্যাম্পিয়ন শিয়াওতেক ও আলকারাজ
ইন্ডিয়ান ওয়েলসের নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন পোলিশ তারকা ও নাম্বার ওয়ান বাছাই ইগা শিয়াওতেক। অন্যদিকে, পুরুষ এককের শিরোপা ধরে রাখলেন স্প্যানিশ তারকা কার্লোস আলকারাস।
ক্যালিফোর্নিয়ার মরুভূমিতে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতলেন শিয়াওতেক। এর আগে ২০২২ সালে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিলেন ২২ বছর বয়সী এই তারকা। ইন্ডিয়ান ওয়েলসের ফাইনালে শিয়াওতেক হারান গ্রিসের মারিয়া সাকারিকে। নবম বাছাই সাকারিকে কোনোরকম সুযোগ না দিয়ে ৬-৪, ৬-০ গেমে খেলা জিতে যান শিয়াওতেক।
বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেনে হতাশ উপহার দিয়েছিলেন শিয়াওতেক। তৃতীয় রাউন্ড থেকেই নিয়েছিলেন বিদায়। এরপর জিতেছেন কাতার ওপেন। এবার ইন্ডিয়ান ওয়েলস জিতে সেই ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দিলেন।
অন্যদিকে পুরুষ এককের ফাইনালে দানিল মেদভেদেভের বিপক্ষে জিততে বেশ বেগই পেতে হয়েছে কার্লোস আলকারাসকে। প্রথমে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৭-৬ (৭-৫), ৬-১ গেমে জিতে টানা দ্বিতীয়বারের মতো এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন স্প্যানিশ তারকা।