বিপিএলে গতির ঝড় তোলা রানাকে নিয়ে টেস্ট দল ঘোষণা বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
১৮ মার্চ ২০২৪, ১৮:১৪
শেয়ার :
বিপিএলে গতির ঝড় তোলা রানাকে নিয়ে টেস্ট দল ঘোষণা বাংলাদেশের

জোরে বল করায় বেশ নামডাক আগে থেকেই ছিল নাহিদ রানার। সর্বশেষ বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে খেলার সময় সেটি আবারও দেখিয়েছেন ২১ বছর বয়সী এই পেসার। অভিষেক বিপিএলেই ঘণ্টায় ১৪৭-৪৮ কিলোমিটার গতিতে বল করেছেন। তাকে নিয়েই এবার শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করল বাংলাদেশ। 

আজ সোমবার এই দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজ খেলতে না পারা লিটন দাসও ফিরেছেন স্কোয়াডে। 

প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পাওয়া রানার প্রথম শ্রেণিতে অভিষেক হয়েছিল ২০২১ সালের নভেম্বরে। এরপর ১৫ ম্যাচে মোট ৬৩ উইকেট পেয়েছেন তিনি। সর্বশেষ বিপিএলে ১০ ম্যাচে ৭ উইকেট নিয়েছেন তিনি। তবে নজর কাড়েন গতির মাধ্যমে। সাকিব আল হাসানের বিপক্ষে একটি বল করেছিলেন ঘণ্টায় ১৪৯.৭ কিলোমিটার গতিতে। 

আগামী ২২ মার্চ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে ২ ম্যাচের সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সিরিজের শেষ সেই টেস্টটি হবে আগামী ৩০ মার্চ। 

এর আগে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ ও শ্রীলংকা। টি-টোয়েন্টি সিরিজে ১-২ ব্যবধানে হারলেও আজ শেষ হওয়া ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানের জয় পায় বাংলাদেশ। 

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন দাস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, খালেদ আহমেদ, মুশফিক হাসান ও নাহিদ রানা।