বার্সার ফেলিক্সের নামফলকে থুতু দিল আতলেতিকোর সমর্থকরা

স্পোর্টস ডেস্ক
১৮ মার্চ ২০২৪, ১৭:০০
শেয়ার :
বার্সার ফেলিক্সের নামফলকে থুতু দিল আতলেতিকোর সমর্থকরা

২০১৯ সালে বেনফিকা ছেড়ে মোটা অঙ্কের বিনিময়ে স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদে যোগ দিয়েছিলেন জোয়াও ফেলিক্স। ১২৬ মিলিয়ন ইউরোতে আতলেতিকোতে এসে ফুটবলবিশ্বে পরিচিতও হয়ে ওঠেন তিনি। তবে মাদ্রিদের ক্লাবটিতে জ্বলে উঠতে পারেননি এই পর্তুগিজ তারকা।

ধীরে ধীরে আতলেতিকো কোচ দিয়েগো সিমিওনের চক্ষুশূলে পরিণত হন ফেলিক্স। সিমিওনের সঙ্গে তিক্ততার জেরে ২০২৩ সালে ধারে যোগ দেন ইংলিশ ক্লাব চেলসিতে। সেখানে কিছুদিন কাটিয়ে যোগ দেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনায়। স্বভাবতই প্রতিদ্বন্দ্বী ক্লাবে যোগ দেওয়ায় তার ওপর অখুশী হন আতলেতিকো সমর্থকরা। 

তার ওপর বার্সায় ভিড়ে ফেলিক্স বলেছিলেন, এটি ছিল তার স্বপ্নের ক্লাব। ফলে ক্ষোভ আরও বাড়ে আতলেতিকো সমর্থকদের। সেই ক্ষোভের বিস্ফোরণ হয় গতকাল রবিবার। লা লিগার ম্যাচে আতলেতিকোর মাঠ ওয়ান্ডা মেট্রোপলিতানোতে খেলতে নেমেছিল বার্সা। 

ম্যাচে আতলেতিকোকে কোনো পাত্তাই দেয়নি কাতালানরা। ৩-০ গোলের দাপুটে জয় তুলে নিয়েছে জাভি হার্নান্দেজের দল। এদিন বার্সেলোনার হয়ে শুরুর গোলটি করেন ফেলিক্স। পরে রবার্তো লেভানদফস্কি ও ফারমিন লোপেজ আরও একটি গোল করেন। 

ম্যাচটি দেখতে আসা কয়েকজন সমর্থকরা স্টেডিয়ামের পাশে থাকা ‘ফেলিক্স’ নামাঙ্কিত ফলকে থুতু ছিটান। এছাড়া ফেলিক্সের নাম লেখা জার্সিও পুড়িয়েছেন কয়েকজন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এমন একটি ভিডিও শেয়ার করেছে কাতালান রেডিও চ্যানেল স্পোর্ত৩।