এফএ কাপ /

শেষের ‘ঝড়ে’ সেমিফাইনালে চেলসি

স্পোর্টস ডেস্ক
১৭ মার্চ ২০২৪, ২১:৫২
শেয়ার :
শেষের ‘ঝড়ে’ সেমিফাইনালে চেলসি

নিশ্চিত ড্রয়ের দিকেই আগাচ্ছিল ম্যাচ। তবে যোগ করা সময়ে ঝড় তুলেছে চেলসির আক্রমণভাগ। এই সময়ের দুই গোলে লেস্টার সিটিকে ৪-২ গোলে উড়িয়ে এফএ কাপের সেমিফাইনালে জায়গা করে নিল চেলসি।

স্টামফোর্ড ব্রিজে আজ রবিবারের এই ম্যাচে ১৩তম মিনিটেই এগিয়ে যায় চেলসি। দলকে এগিয়ে দেন মার্ক কুকুয়েরা। ২৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ আসে চেলসির সামনে। তবে রাহিম স্টার্লিংয়ের নেওয়া সেই দুর্বল শট সহজেই ঠেকিয়ে দেন লেস্টারের গোলরক্ষক ইয়াকুব স্টতোলারচিক। প্রধমার্ধের যোগ করা সময়ে এই স্টার্লিংয়ের সহায়তায় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন কোলে পালমের। ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় চেলসি। 

দ্বিতীয়ার্ধে দারুণ বিক্রমে ম্যাচে ফিরে আসে চেলসি। ৫২তম মিনিটে চেলসির ভুলে এক গোল শোধ দেয় লেস্টার। ব্যাক পাস দিতে গিয়ে নিজেদের জালেই বল জড়ান অ্যাক্সেল দিসাসি। তার ১১ মিনিট পর ম্যাচে সমতা আনে লেস্টার। ডান পায়ের শটে দুর্দান্ত এক গোল করেন স্টেপলি মাভিদিদি। 

ম্যাচের ৭৩তম মিনিটে বড় ধাক্কা খায় লেস্টার। লাল কার্ড দেখেন দলটির ক্যালাম ডোয়েল। যদিও প্রথমে তাকে হলুদ কার্ড দেখিয়ে চেলসিকে পেনাল্টি দিয়েছিলেন রেফারি। তবে ভিএআর দেখে সিদ্ধান্ত বদলান তিনি। পেনাল্টি বক্সের বাইরে হওয়ায় পেনাল্টির বদলে দেওয়া হয় ফ্রি কিক, হলুদ কার্ডের বদলে দেওয়া হয় লাল কার্ড। 

তবে সেই ফ্রি-কিক গোলবারের অনেক বাইরে দিয়ে পাঠান স্টার্লিং। ৮৬তম মিনিটে দর্শকদের তোপের মুখে পড়া স্টালিংকে উঠিয়ে নেন কোচ মাউরিসিও পচেত্তিনো। তার পরিবর্তে ননি মাদুয়েকেকে নামানোর পরই বদলে যায় খেলা। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে চেলসিকে এগিয়ে নেন কার্নি চুকুওয়েমেকা। আর শেষ গোলটি করেন মাদুয়েকে।