লিটনের রান খরা চলছেই, আবাহনীকে জেতালেন আফিফ-নাঈম

স্পোর্টস ডেস্ক
১৭ মার্চ ২০২৪, ২০:১২
শেয়ার :
লিটনের রান খরা চলছেই, আবাহনীকে জেতালেন আফিফ-নাঈম

ব্যাটে রান নেই তাই বাদ পড়েছেন জাতীয় ক্রিকেট দল থেকে। ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল) রান খরা কাটাতে পারলেন না লিটন দাস। আউট হয়েছেন ৫ রান করেই। তবে বলের পর ব্যাটেও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন আফিফ হোসেন। তাতে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে হারায় তারা ৭ উইকেটে হারিয়ে দেয় আবাহনী। 

সাভারে বিকেএসপির মাঠে এদিন টস জিতে প্রথমে ব্যাটিং করে শাইনপুকুর। নতুন বলে দুর্দান্ত বোলিং করেন সৈয়দ খালেদ আহমেদ। ৬ ওভারের টানা স্পেলে ১৭ রানে ৩ উইকেট নেন তিনি। মাঝে ১০ ওভারে মাত্র ৩৪ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন স্পিনার আফিফ হোসেন। তাতে ৪২ ওভার ৪ বলে শাইনপুকুর গুটিয়ে যায় মাত্র ১৬৯ রানে। 

শাইনপুকুরের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেন আকবর আলী। মেহরাব হোসেন জুনিয়র অপরাজিত থাকেন ৫০ রানে। খালেদ ও আফিফ ছাড়া আবাহনীর হয়ে একটি করে উইকেট নেন সাইফ আহমেদ, রাকিবুল ইসলাম ও তানভীর ইসলাম।

 রান তাড়ায় জয়ের লক্ষ্যে খুব সহজেই পৌঁছে যায় আবাহনী। শুরুতে সাব্বির হোসেন ও লিটন দাস ফিরলেও ওপেনিংয়ে নামা নাঈম শেখ ছিলেন অবিচল। চারটি চার ও তিন ছক্কায় ৮৭ বলে ৬৬ রান করেন তিনি। 

এরপর আর কোনো উইকেট হারায়নি আবাহনী। ৭৬ রানের অবিচ্ছন্ন জুটি গড়ে আবাহনীকে ৭ উইকেটের জয় এনে দেন মাহমুদুল হাসান জয় ও আফিফ। ৫৯ বলে ৫১ রানে অপরাজিত থাকেন জয়। বল হাতে ৩ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে অপরাজিত ২৫ রান করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন আফিফ।