মেসিবিহীন মায়ামির জয়ে সুয়ারেজের জোড়া গোল

স্পোর্টস ডেস্ক
১৭ মার্চ ২০২৪, ১০:০৫
শেয়ার :
মেসিবিহীন মায়ামির জয়ে সুয়ারেজের জোড়া গোল

লিওনেল মেসি ইনজুরির কারণে স্কোয়ডে ছিলেন না। ইন্টার মায়ামিও তাই কিছুটা চাপে ছিল। তবে মেসির অভাব বুঝতে দেননি তারই বন্ধু লুইস সুয়ারেজ। উরুগুইয়ান তারকার জোড়া গোলে মেজর লিগ সকারে ডিসি ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়েছে মায়ামি।

সুয়ারেজ জোড়া গোল করেছেন আবার বদলি নেমে। যদিও ডিসির মাঠে এদিনও মেসিকে ছাড়া শুরুটা ভালো হয়নি মায়ামির। মাত্র ১৪তম মিনিটে ডিসি ইউনাইটেডকে এগিয়ে দেন জারেড স্টুরোড।

তবে স্বাগতিকরা ১০ মিনিটের এগিয়ে থাকতে পারেনি। ২৪ মিনিটে লিওনার্দো কাম্পানার গোলে ম্যাচে সমতা ফেরায় মায়ামি। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।

বিরতির পর ৬২তম মিনিটে রবার্ট টেলরের বদলি হিসেবে সুয়ারেজকে মাঠে নামান কোচ জেরার্দো মার্তিনো। মাঠে নেমে নিজের প্রভাব বোঝাতে ১০ মিনিটের বেশি লাগেনি সুয়ারেজের। অসাধারণ এক দলীয় আক্রমণ থেকে দারুণ ফিনিশিংয়ে দলকে এগিয়ে দেন বার্সেলোনার সাবেক তারকা।

সুয়ারেজ ৮৫তম মিনিটে সেই স্কোরলাইন ৩-১ করেন। এবার বক্সের ভেতর তিন ডিফেন্ডারের ফাঁদ এড়িয়ে বার ঘেঁষে শট নেন উরুগুইয়ান স্ট্রাইকার। গোলকিপার বলে হাত লাগিয়েও শেষ পর্যন্ত বাঁচাতে পারেনি গোল।

এ জয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে শীর্ষ স্থানেই থাকল মায়ামি। ৫ ম্যাচে তাদের পয়েন্ট ১০।