যে কারণে পাকিস্তানের কোচ হবেন না ওয়াটসন
গ্রাড ব্রাডবার্নকে সরিয়ে দেওয়ার পর পাকিস্তানের অন্তর্বর্তীকালীন হেড কোচের দায়িত্ব দেওয়া হয়েছিল দেশটির সাবেক অলরাউন্ডার মোহাম্মদ হাফিজকে। তবে এই দায়িত্বে চূড়ান্ত ব্যর্থ হাফিজ। তাই তার সঙ্গে চুক্তি স্থায়ী করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এর পর থেকেই হন্যে হয়ে একজন হেড কোচ খুঁজছে দেশটির বোর্ড।
হেড কোচ হিসেবে পিসিবির প্রধান পছন্দ ছিলেন শেন ওয়াটসন। আকাশ ছোঁয়া মূল্য নিয়ে তৈরি ছিল সংস্থাটি। তবে পাকিস্তানের হেড কোচ হওয়ার ব্যাপারে আগ্রহ দেখাননি ওয়াটসন। এ বছরের পাকিস্তান ক্রিকেট লিগে (পিএসএল) কোয়েটা গ্লাডিয়েটর্সকে কোচিং করিয়েছেন সাবেক এই অস্ট্রেলিয়ান তারকা।
ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, বর্তমানে যেসব দলকে ওয়াটসন কোচিং করান এবং যেসব টুর্নামেন্টে ধারাভাষ্য দেন তাদের সঙ্গে চুক্তি স্বল্প নোটিশে ভঙ্গ করতে চান না তিনি। আইপিএলে ধারাভাষ্য দেন ওয়াটসন। এছাড়া মেজর লিগ ক্রিকেটের দল সান ফ্রান্সিসকো ইউনিকর্নস ও কোয়েটা গ্লাডিয়েটর্সের প্রধান কোচ তিনি। এমন সিদ্ধান্ত এখনই না নেওয়ার পেছনে পরিবারও বড় কারণ বলে জানিয়েছেন তিনি।
গত শুক্রবার পিএসএলের দৌড় থেকে বাদ পড়েছে কোয়েটা। এরপর পাকিস্তান ছাড়েন ওয়াটসন। মহসীন নকভির নেতৃত্বাধীন পিসিবি চায় একটি শক্তিশালী কোচিং প্যানেল। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগেই এই শূন্যস্থান পূরণ করতে চান নকভি।