রোগীদের কথা এমপিকে জানাতে ‘অনুভূতির বাক্স’
মমেক হাসপাতাল
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের সেবাপ্রাপ্তি আরও সুনিশ্চিত করতে এবং তাদের ভালোমন্দের কথা কিংবা অভিজ্ঞতা স্থানীয় সংসদ সদস্যের কাছে পৌঁছে দিতে স্থাপন করা হয়েছে ‘অনুভূতির বাক্স’। এ ছাড়া এর পাশেই স্থাপন করা হয়েছে রোগীদের তৃষ্ণা মেটানোর জন্য একটি ওয়াটার ফিল্টার।
হাসপাতালের জরুরি বিভাগের কাছে ‘অনুভূতির বাক্স’ স্থাপনের এই উদ্যোগ নিয়েছে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ ছাত্রলীগ। উদ্যোক্তারা জানান, স্থানীয় সংসদ সদস্য মোহিত উর রহমান শান্তর কাছে মনের কথা লিখে জানানোর ব্যবস্থা করা হয়েছে এখানে। এর মাধ্যমে রোগীদের মতামতের ভিত্তিতে সংসদ সদস্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবেন। প্রতি ১৫ দিন পর পর সংসদ সদস্যের হাতে এই চিঠিগুলো পৌঁছে দেওয়া হবে বলে জানান তারা। গত বুধবার বিকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. জাহাঙ্গীর আলম খান বিপ্লব। এ সময় আরও উপস্থিত ছিলেন মেডিক্যাল কলেজ শাখা স্বাচিপের সাধারণ সম্পাদক ডা. ওয়াহিদুর রহমান ছোটন, মেডিক্যাল কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।
সাইফুল ইসলাম বলেন, এটি অনুভূতির বাক্স। এখানে রোগীদের ভালো-খারাপ যে কোনো ধরনের মতামত লিখে জানাতে পারবেন। এর মাধ্যমে আমরা চাচ্ছি চিকিৎসাসেবাটি মানুষের খুব কাছে নিয়ে আসতে। ফলে রোগীরা সুফল পাবেন এবং হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন হবে।
আরও পড়ুন:
আকতার পারভেজ সর্বোচ্চ ভোটে সিএসই পরিচালক
ডা. ওয়াহিদুর রহমান বলেন, আশা করছি এই উদ্যোগে মাধ্যমে হাসপাতালে আগত রোগী ও স্বজনরা উপকৃত হবেন। হাসপাতালে আগত মানুষ তাদের দুঃখ-দুর্দশা, অভিযোগ ও ভালোলাগা সবই চিঠির মাধ্যমে সংসদ সদস্যকে জানাতে পারবেন। সংসদ সদস্যও সেগুলো সমাধানে উদ্যোগ নিতে পারবেন।
ডা. জাহাঙ্গীর আলম বলেন, ‘অনুভূতির বাক্স’ আয়োজনটি ছাত্রলীগের ব্যতিক্রমধর্মী প্রয়াস। সদরের নতুন সংসদ সদস্যের কার্যক্রমে এ অঞ্চলের মানুষ স্বাস্থ্যসেবার নতুন নতুন সুযোগ-সুবিধা ভোগ করবেন বলে আশা করি।
আরও পড়ুন:
বৃহত্তম হিমশৈল