দ্বিতীয় ওয়ানডে আজ জিতলেই সিরিজ বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক
১৫ মার্চ ২০২৪, ০০:০০
শেয়ার :
দ্বিতীয় ওয়ানডে আজ জিতলেই সিরিজ বাংলাদেশের

দেশের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জেতা হয়নি বাংলাদেশের। চায়ের শহর সিলেটে প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয় ম্যাচ জিতে দারুণভাবে সিরিজে ফিরেছিলেন টাইগাররা। তবে শেষ ম্যাচে হারের তেতো স্বাদ পেতে হয়েছে। এতে শ্রীলংকার কাছে টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে হারতে হয়েছে তাদের। এখন চলছে ওয়ানডে সিরিজ জয়ের লড়াই। চট্টগ্রামে প্রথম ম্যাচ ৬ উইকেটে জিতে সিরিজে এগিয়ে বাংলাদেশ। বন্দরনগরীতে আজ দুপুর ২.৩০ মিনিটে শুরু হবে দ্বিতীয় ম্যাচ। জিতলেই ওয়ানডে সিরিজ নাজমুল হোসেন শান্তদের। সিরিজ নিশ্চিত করার ব্রত নিয়েই আজ লংকানদের মুখোমুখি হবেন স্বাগতিকরা।

প্রথম ম্যাচের পর একদিনের বিরতি পেয়েছেন ক্রিকেটাররা। জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করায় গতকাল অনুশীলন করার কোনো বাধ্যবাধকতা ছিল না। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তাওহিদ, সৌম্য, তানজিদ, বিজয়দের নিয়ে ঐচ্ছিক অনুশীলনে এসেছিলেন চন্ডিকা হাথুরুসিংহেসহ কোচিং স্টাফের সদস্যরা। বাকিরা টিম হোটেলে নিজেদের মতো করে সময় কাটিয়েছেন। তবে প্রথম ম্যাচ জিতলেও নির্ভার থাকছেন না টাইগাররা। টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া হলেও ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়ে মরিয়া তারা। আর তাই তিন বিভাগেই নিজেদের সেরাটা উজাড় করে দিতে হবে বলে মনে করছেন দলের সবাই।

প্রথম ওয়ানডেতে দুর্দান্ত ব্যাটিং করেছেন নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। অধিনায়ক শান্ত তো সেঞ্চুরিতে রাঙিয়েছেন। আর তাকে যোগ্য সঙ্গত দিয়েছেন মুশফিক, মাহমুদউল্লাহ। শ্রীলংকার ২৫৫ রান তাড়ায় দলীয় ৯২ রানে ৪ উইকেট হারানোর পর শান্ত ও মুশফিকের অবিচ্ছিন্ন ১৬৫ রানের জুটিতেই ৩২ বল হাতে রেখে ৬ উইকেটে দাপুটে জয় তুলে নেয় বাংলাদেশ। এর আগে চতুর্থ উইকেটে শান্তর সঙ্গে ৬৯ রানের জুটিতে দলকে ম্যাচে ফেরান মাহমুদউল্লাহ। আর তাই জাতীয় দলের ব্যাটিং কোচ ডেভিড হেম্পের প্রশংসা পাচ্ছেন এই তিন ব্যাটসম্যান। তবে অধিনায়ক শান্ত একটু বেশিই প্রশংসিত হচ্ছেন। হেম্প বলেছেন, ‘অধিনায়কের সামনে থেকে নেতৃত্ব দেওয়াটা ছিল খুবই গুরুত্বপূর্ণ। কাল রাতে (বুধবার) ও সেটাই করেছে।’

শ্রীলংকার বিপক্ষে প্রথম ওয়ানডে জয়ের পর বাংলাদেশের খেলোয়াড়দের আত্মবিশ^াসের গ্রাফটা এখন ঊর্ধ্বমুখী। দ্বিতীয় ম্যাচেও তাদের লক্ষ্য থাকবে জয়ের ছন্দ ধরে রাখা। আর সিরিজ নিশ্চিত করার এই ম্যাচে একাদশে ২-১টি পরিবর্তন আসতে পারে। এ ছাড়া পেসার তানজিম হাসান সাকিবকে নিয়েও কিছুটা অনিশ্চয়তা রয়েছে। শেষ পর্যন্ত তানজিম খেলতে না পারলে একাদশে সুযোগ পেতে পারেন মোস্তাফিজুর রহমান।