ইমন-দীপুর সেঞ্চুরি আর ‘মেহেদী ঝড়ে’ তামিমদের বিশাল জয়

স্পোর্টস ডেস্ক
১৪ মার্চ ২০২৪, ১৯:৩৩
শেয়ার :
ইমন-দীপুর সেঞ্চুরি আর ‘মেহেদী ঝড়ে’ তামিমদের বিশাল জয়

জ্যামের কারণে তামিম ইকবালের মাঠে পৌঁছাতে দেরি হওয়ায় প্রাইম ব্যাংকের হয়ে ওপেনিংয়ে নেমেছিলেন শাহাদাত হোসেন দীপু ও পারভেজ হোসেন ইমন। সুযোগ পেয়েই জাত চেনাল এই জুটি। দুজনেই পেয়েছেন সেঞ্চুরি। তামিম বড় রান করতে ব্যর্থ হলেও শেষের দিকে ব্যাটে ঝড় তুলেছেন শেখ মেহেদী হাসান। তাতে প্রথমে ব্যাট করে ৩৮০ রান তোলা প্রাইম ব্যাংক ১৬৫ রানের জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে। 

এই নিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচে জয় পেল তামিমদের দল প্রাইম ব্যাংক। গাবতলিতে রাস্তা অবরোধ করার কারণে মাঠে পৌঁছাতে দেরি হয় ব্রাদার্সের। এতে দুই দলের পক্ষ থেকেই কমানো হয় ১টি করে ওভার। 

প্রথমে ব্যাট করতে নেমে ওপেনিংয়ে ২৪৬ রানের জুটি গড়েন দীপু ও ইমন। ১১১ বলে ১১৯ রান করেছেন দীপু। আর ক্যারিয়ারসেরা ১৫১ রান করেছেন ইমন। বিশাল এই ইনিংসের পথে ৯টি চার ও ৮টি ছক্কা মেরেছেন ইমন। তিনে নেমে ১৫ বলে ১৬ রান করেন তামিম। তবে শেষদিকে ব্যাট হাতে ঝড় তোলেন মেহেদী। ছয়ে নেমে মাত্র ১৭ বলে ৪৫ রান করেন তিনি। ৪টি চার ও ৩ ছক্কায় নিজের ইনিংস সাজান এই অলরাউন্ডার। 

পাহাড়সমান এই লক্ষ্য তাড়া করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২১৫ রানে থামে ব্রাদার্স। দলের হয়ে সর্বোচ্চ ৫৬ রান আসে আবদুল মজিদের ব্যাটে। ৩টি করে উইকেট নিয়েছেন দুই বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম ও সানজামুল ইসলাম।