৯ ওভারে ১০৪ রান দিলেন বাংলাদেশি বোলার

স্পোর্টস ডেস্ক
১৪ মার্চ ২০২৪, ১৮:১৩
শেয়ার :
৯ ওভারে ১০৪ রান দিলেন বাংলাদেশি বোলার

বিব্রতকর এক রেকর্ডে নাম উঠালেন তরুণ পেসার ইকবাল হোসেন ইমন। বোলার হিসেবে দিয়েছেন রানের সেঞ্চুরি। বিব্রতকর আরও একটি রেকর্ডে নাম উঠেছে তার। লিস্ট 'এ' ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান খরচের রেকর্ড এখন ইমনের দখলে। 

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলে আসা ইমন ঢাকা প্রিমিয়ার লিগের একটি ম্যাচে ৯ ওভারে দিয়েছেন ১০৪ রান। যদিও ২টি উইকেটও নিয়েছেন ১৭ বছর বয়সী এই পেসার। আজ বৃহস্পতিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে আবাহনী লিমিটেডের বিপক্ষে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির জার্সিতে লজ্জার এই রেকর্ড গড়েন তিনি। 

এই সংস্করণে এর আগে একমাত্র ক্রিকেটার হিসেবে শতরান দিয়েছিলেন সাবেক পেসার শাহাদাৎ হোসেন। ২০১১ সালে বাংলাদেশ 'এ' দলের হয়ে দক্ষিণ আফ্রিকা 'এ' দলের বিপক্ষে লজ্জার এই রেকর্ড গড়েন তিনি। সেবার ১০ ওভারে ১০৪ রান দিয়েছিলেন শাহাদাত। ১ ওভার কম বল করেই সেই রেকর্ড ছুঁয়ে ফেললেন ইমন। 

লিস্ট ‘এ’ ক্রিকেটের এক ম্যাচে সবচেয়ে বেশি রান দিয়েছেন নেদারল্যান্ডসের ক্রিকেটার বাস ডে লেড। গত বছর বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১৫ রান দিয়েছিলেন এই ডাচ পেসার। 

প্রসঙ্গত, ইমনের এমন রান দেওয়ার ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৪৩ রানের বিশাল সংগ্রহ গড়ে আবাহনী। ৮০ বলে ৯৮ রান করেন সাব্বির হোসেন। আর জাতীয় দলে সুযোগ পেয়েই আলোচনার জন্ম দেওয়া জাকের আলি ৪৮ বলে খেলেছেন ৭৬ রানের টর্নেডো ইনিংস। জবাব দিতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৬৩ রানে থামে গাজী টায়ার্স। ডার্কওয়ার্থ লুইস পদ্ধতিতে হার দেখে ১৪৬ রানের।