গাড়ি দুর্ঘটনার কবলে শ্রীলংকার সাবেক ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
১৪ মার্চ ২০২৪, ১৫:৫৫
শেয়ার :
গাড়ি দুর্ঘটনার কবলে শ্রীলংকার সাবেক ক্রিকেটার

গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছেন শ্রীলংকার সাবেক ক্রিকেটার লাহিরু থিরিমান্নে। এ ঘটনায় হালকা আহত হয়েছেন তিনি। আজ সকালে দেশটির উত্তরাঞ্চলের অনুরাধাপুরে এই দুর্ঘটনার শিকার হন সাবেক এই ব্যাটার। 

প্রতিবেদন অনুযায়ী, বিপরীত দিক থেকে আসা একটি লরির ধাক্কায় ক্ষতিগ্রস্থ হয়েছে থিরিমান্নের গাড়ি। স্থানীয় হাসপাতালে নেওয়ার পর তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। তার সঙ্গে গাড়িতে থাকা আরও একজন একই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। মূলত, তারা একটি তীর্থযাত্রায় যাচ্ছিলেন। 

বর্তমানে লিজেন্ড ক্রিকেট ট্রফিতে নিউইয়র্ক সুপারস্টার স্ট্রাইকার্সের হয়ে খেলছেন থিরিমান্নে। ক্লাবটি একটি বিবৃতিতে থিরিমান্নের দুর্ঘটনার খবর জানিয়ে তিনি যে এখন নিরাপাদে আছেন সেটি নিশ্চিত করেছে। গাড়িতে করে তারা একটি মন্দিরে যাচ্ছিলেন বলেও জানিয়েছে ক্লাবটি। 

২০২৩ সালের ২৩ জুলাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন থিরিমান্নে। শ্রীলংকার হয়ে ৪৪টি টেস্ট খেলে ২৬.৪৩ গড়ে ২ হাজার ৮৮ রান করেছেন তিনি। এই রান করার পথে তিনটি সেঞ্চুরি ও ১০টি হাফ সেঞ্চুরি করেছেন এই ক্রিকেটার। তবে ওয়ানডেতে টেস্টের চেয়ে ভালো রেকর্ড আছে এই তারকার। ১২৭টি ওয়ানডে ম্যাচে ৩ হাজার ১৯৪ রান করেছেন তিনি। এই সংস্করণে ২১টি হাফ সেঞ্চুরি পেয়েছেন তিনি।