ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সঙ্গে এআইইউবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক
১৪ মার্চ ২০২৪, ১২:২৪
শেয়ার :
ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সঙ্গে এআইইউবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেছেন এআইইউবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য এবং চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রামাদান সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে এআইইউবির চেয়ারম্যান বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন।

এ সময় উভয়ের মধ্যে এআইইউবি এবং ফিলিস্তিনি শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা বিষয়ে পারস্পারিক সহযোগিতার সুযোগ নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। উচ্চ শিক্ষা কার্যক্রমে বন্ধুপ্রতীম উভয়ের মধ্যে বিরাজমান এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে এআইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন আশা প্রকাশ করেন।