সর্বকনিষ্ঠ হিসেবে নিউজিল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটার রাচীন

স্পোর্টস ডেস্ক
১৩ মার্চ ২০২৪, ১৯:৫৭
শেয়ার :
সর্বকনিষ্ঠ হিসেবে নিউজিল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটার রাচীন

একসময় ছিলেন স্পিনার, ব্যাটিংও পারতেন টুকটাক। সেই রাচীন রবীন্দ্র গত এক মৌসুম থেকে ব্যাট হাতে দেখাচ্ছেন অবিশ্বাস্য ধারাবাহিকতা। এখন তো হয়ে গেছেন টপ অর্ডার ব্যাটার। ব্যাটে রানের বন্যা বইয়ে দেওয়া রাচীন এবার জিতলেন নিউজিল্যান্ডের বর্ষসেরা পুরুষ ক্রিকেটারের খেতাব ‘স্যার রিচার্ড হ্যাডলি পদক’। 

আজ বুধবার ক্রাইস্টচার্চে জমকালো আয়োজন করে বিভিন্ন ক্যাটাগরিতে জয়ীদের পুরস্কার দেওয়া হয়। সেখানে নিউজিল্যান্ডের ইতিহাসের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে বর্ষসেরার মুকুট পরলেন ২৪ বছরের রাচীন।

গত বছরের ভারত বিশ্বকাপে ব্যাট হাতে রাচীন ছিলেন অনবদ্য। ৬৪ গড়ে ৫৭৮ রান করে টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন এই ব্যাটার। তিনটি সেঞ্চুরি ও দুটি ফিফটি করেন বাঁহাতি এই ব্যাটার। টেস্ট দলে সুযোগ পেয়েও নিজের জাত চেনান তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাউন্ট মঙ্গানুইয়ে করেন ডাবল সেঞ্চুরি। 

কিউইদের বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হয়েছেন কেইন উইলিয়ামসন। গত মৌসুমে ৬ টেস্টে ৫৬.২৭ গড়ে ৬১৯ রান করেন তিনি। এই রান করার পথে চার সেঞ্চুরির সঙ্গে একটি ফিফটি পেয়েছেন এই তারকা। বর্ষসেরা পুরুষ ওয়ানডে ক্রিকেটারের পুরস্কার জিতেছেন ব্যাটার ড্যারিয়েল মিচেল। আর টি-টোয়েন্টির বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনার।