নাপোলিকে বিদায় করে কোয়ার্টারে বার্সা
নাপোলিকে বিদায় করে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে উঠল বার্সেলেনা। আসরটির শেষ ষোলো দ্বিতীয় লেগে ৩-১ গোলের দারুণ জয় পায় জাভির শিষ্যরা। যেখানে দুই লেগ মিলিয়ে ৪-২ গোলের অগ্রগামিতায় শেষ আটে পা রাখল স্প্যানিশ চ্যাম্পিয়নররা।
মঙ্গলবার রাতে ঘরের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে ইতালি চ্যাম্পিয়নদের আমন্ত্রণ জানায় বার্সা। তবে ম্যাচে ফেরমিন লোপেস ও জোয়াও কানসেলোর গোলে স্বাগতিকরা এগিয়ে যাওয়ার পর ব্যবধান কমান আমির রাহমানি। নির্ধারিত সময়ের সাত মিনিট বাকি থাকতে দুই গোলের লিড পুনরুদ্ধার করেন রাবার্ট লেভান্ডভস্কি।
এই জয়ে ২০২০ সালের পর প্রথমবার চ্যাম্পিয়নস লিগের শেষ আটে উঠল প্রতিযোগিতাটির পাঁচবারের চ্যাম্পিয়ন বার্সা।
খেলার পঞ্চদশ মিনিটে লোপেস এগিয়ে নেন বার্সাকে। বক্সের ভেতর বাঁ দিক থেকে রাফিনিয়ার কাটব্যাকে পেনাল্টি স্পটের কাছ থেকে ডান পায়ের নিচু শটে ঠিকানা খুঁজে নেন ২০ বছর বয়সী স্প্যানিশ মিডফিল্ডার। দুই মিনিট পরে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। সতীর্থের পাস ধরে বক্সের ভেতর একজনকে কাটিয়ে রাফিনিয়ার নেওয়া শট পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বল ফাঁকা জালে পাঠাতে ভুল করেননি পর্তুগিজ ডিফেন্ডার কানসেলো।
নাপোলি ৩০তম মিনিটে ব্যবধান কমায়। বাঁ দিক থেকে মাত্তেও পলিতানোর কাটব্যাকে প্রথম স্পর্শে বাঁ পায়ের শটে গোলটি করেন রাহমানি।
বিরতির পর ৮৩তম মিনিটে স্কোরলাইন ৩-১ করেন লেভান্ডভস্কি। সের্হি রবের্তো বক্সের বাইরে গিনদোয়ানকে পাস দিয়ে ভেতরে ঢুকে পড়েন। ফিরতি বল পেয়ে তিনি পাস দেন ফাঁকায় থাকা লেভানদোভস্কিকে। ফাঁকা জালে বল পাঠান সাবেক বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ড।
এর আগে গত দুই মৌসুমে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল বার্সেলোনা। তবে এবার স্বমহিমায় ফেরার ইঙ্গিত দলটির।