সংশোধিত উন্নয়ন বাজেটে বৈদেশিক ঋণে কাটছাঁট

আব্দুল্লাহ কাফি
১২ মার্চ ২০২৪, ০০:০০
শেয়ার :
সংশোধিত উন্নয়ন বাজেটে বৈদেশিক ঋণে কাটছাঁট

এবারও উন্নয়ন বাজেট বা বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) কাটছাঁট করা হচ্ছে। চলতি (২০২৩-২৪) অর্থবছরের এডিপির মূল বাজেট থেকে ১৮ হাজার কোটি টাকা কমিয়ে ২ লাখ ৪৫ হাজার কোটি টাকার বরাদ্দ রাখা হচ্ছে। চলতি অর্থবছরে এডিপির আকার ছিল ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা। আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় সংশোধিত এডিপি অনুমোদন হতে পারে।

শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকেন্দ্রে এনইসি সভায় প্রধানমন্ত্রী ও এনইসি চেয়ারপারসন শেখ হাসিনা সভাপতিত্ব করবেন বলে জানা গেছে। সংশোধিত এডিপিতে বৈদেশিক ঋণ কমছে ১১ দশমিক ১৭ শতাংশ। এডিপিতে বৈদেশিক ঋণ ৯৪ হাজার কোটি টাকা বরাদ্দ ছিল। সংশোধিত এডিপিতে তা কমে দাঁড়াচ্ছে ৮৩ হাজার ৫০০ কোটি টাকা।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে এডিপিতে সরকারের নিজস্ব তহবিল হিসেবে ১ লাখ ৬৯ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সেখান থেকে ৭ হাজার কোটি টাকা কমানো হচ্ছে। এতে সংশোধিত এডিপিতে নিজস্ব তহবিল দাঁড়াবে ১ লাখ ৬১ হাজার ৫০০ কোটি টাকা।

উন্নয়ন বাজেটে ১৫টি খাতের মধ্যে সব থেকে বেশি গুরুত্ব পাচ্ছে পরিবহন, বিদ্যুৎ, গৃহায়ণ ও শিক্ষা খাত। সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি) ২৫ দশমিক ৮২ শতাংশ বরাদ্দ দেওয়া হচ্ছে পরিবহন ও যোগাযোগ খাতে, যা টাকার হিসাবে ৬৩ হাজার ২৬৩ কোটি ৩১ লাখ টাকা।

উন্নয়ন বাজেটে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিদ্যুৎ খাতে মোট বরাদ্দের ১৫ দশমিক ৪৭ শতাংশ বা ৩৭ হাজার ৮৯৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে। তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ গৃহায়ণ ও কমিউনিটি সুবিধাদি খাতে প্রায় ১১ দশমিক ৪৩ শতাংশ, যা টাকার হিসাবে ২৮ হাজার ২ কোটি টাকা। এ ছাড়া শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া হচ্ছে ১৭ হাজার ২২৩ কোটি টাকা।

সূত্র জানায়, অন্য বিগত অর্থবছরগুলোতে সংশোধিত এডিপিতে নিজস্ব অর্থায়ন অপরিবর্তিত থাকলেও এবার সেখান থেকেও অর্থ বরাদ্দ কমানো হচ্ছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের বর্ধিত সভায় সংশোধিত এডিপির খসড়া চূড়ান্ত করা হয়েছে।

পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১৫টি খাতের মধ্যে সাধারণ সরকারি সেবা খাতে ২ হাজার ৪২৭ কোটি, প্রতিরক্ষা খাতে ৯২০ কোটি, জনশৃঙ্খলা ও সুরক্ষা খাতে ৩ হাজার ৩৭৬ কোটি, শিল্প ও অর্থনৈতিক সেবা খাতে ৪ হাজার ৬৩০ কোটি, কৃষি খাতে ১০ হজার ৩১৭ কোটি টাকা বরাদ্দ থাকছে।

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতে ১৯ হাজার ৯৬৯ কোটি, পরিবেশ জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ খাতে ১৪ হাজার ২৭২ কোটি, স্বাস্থ্য খাতে ১২ হাজার ৬৬ কোটি, ধর্ম, সংস্কৃতি, বিনোদন খাতে ২ হাজার ৮৫৪ কোটি টাকা বরাদ্দ থাকছে। বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি খাতে ৩ হাজার ৬৩৭ কোটি এবং সামাজিক সুরক্ষা খাতে ২ হাজার ৭৬৭ কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে।