প্রতিপক্ষ খেলোয়াড়কে ঢুস মেরে চাকরি হারালেন কোচ

স্পোর্টস ডেস্ক
১১ মার্চ ২০২৪, ২০:৪৯
শেয়ার :
প্রতিপক্ষ খেলোয়াড়কে ঢুস মেরে চাকরি হারালেন কোচ

২০০৬ বিশ্বকাপের ফাইনালে ইতালির মার্কো মাতেরাজ্জিকে ঢুস মেরে লাল কার্ড দেখেছিলেন ফ্রান্সের জিনেদিন জিদান। ইতালির ক্লাব ফুটবলে এবার ঘটল আরেক ঢুস কাণ্ড। এবার খেলোয়াড় নয়, ঢুস মারলেন স্বয়ং কোচ। 

গতকাল রবিবার ইতালিয়ান সিরি’আর ম্যাচে লিসের কোচ রবের্তো দাভের্সা ঢুস মেরেছেন প্রতিপক্ষ হেল্লাস ভেরোনার এক খেলোয়াড়কে। এতে তৎক্ষণাৎ তাকে লাল কার্ড দেখান রেফারি। পরবর্তীতে তাকে কোচের পদ থেকে ছাঁটাই করে লিস কর্তৃপক্ষ। 

ঘরের মাঠে এদিন হেল্লাস ভেরোনার বিপক্ষে ঘরের মাঠে ১-০ গোলে হেরে যায় লিস। হারের পর ভেরোনার স্ট্রাইকার তমা অঁরিকে ঢুস মারেন রবের্তো দাভের্সা। এরপর দুজনকেই লাল কার্ড দেখান রেফারি। 

দাভের্সাকে ছাঁটাই করার সিদ্ধান্ত অবশ্য একদিনের না। একের পর এক হারে আগেই কোণঠাসা হয়ে পড়েছিলেন তিনি। তার অধীনে সিরি’আয় এখন পর্যন্ত ২৮ ম্যাচ খেলে মাত্র ৫টিতে জয় পেয়েছে লি। ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের ১৫ নম্বরে তারা।

ঢুস-কাণ্ডের পর অবশ্য ক্ষমা চেয়েছেন দাভের্সা। প্রতিপক্ষ তার খেলোয়াড়কে বারবার উস্কানি দিচ্ছিল বলে উল্লেখ করেছেন তিনি।