বাংলাদেশ অধিনায়কের ছিনতাই হওয়া লাগেজ উদ্ধার
বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ছিনতাই হওয়া লাগেজ অবশেষে উদ্ধার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। গত ১ মার্চ মধ্যরাতে মিরপুর স্টেডিয়াম এলাকা থেকে দেশীয় অস্ত্রের মুখে জ্যোতির লাগেজ ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছিল ছিনতাইকারীরা। তবে ব্যাগ উদ্ধারের পাশাপাশি গ্রেপ্তারর করা হয়েছে সঙ্গবদ্ধ ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে।
সেইদিনই পুলিশ অভিযোগ পেয়ে ছিনতাই হওয়া মালামাল উদ্ধারে মাঠে নামে। অবশেষে কয়েকদিনের ধারাবাহিক চেষ্টায় রবিবার সঙ্গবদ্ধ ছিনতাই চক্রের তিন সদস্যকে রাজধানীর ঢাকা উদ্যান থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- নাসির, বিল্লাল ওরফে ফাইটার বিল্লাল এবং সুমন ওরফে ত্যাড়া সুমন। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ উদ্ধার করা হয় ছিনতাইকৃত লাগেজ।
এ বিষয়ে পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা একটি গ্রুপের ছত্রছায়ায় নানা ধরনের অপরাধ সংগঠিত করত। উদ্ধারকৃত লাগেজ শিগগিরই ক্রিকেটার নিগার সুলতানার কাছে হস্তান্তর করা হবে বলেও জানিয়েছে পুলিশ। এছাড়া এই ছিনতাইয়ের কাজে জড়িতরা ব্যতিক্রম পদ্ধতি অনুসরণ করত বলে জানা গেছে। ধরা পড়ার ভয়ে কিছুদিন পরপর গাড়ির রং পরিবর্তন করত তারা।
মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুন্সী সাব্বির আহমেদ বলেন, ‘৭ দিনের অভিযান শেষে মোহাম্মদপুর থানার একটি ঘর থেকে তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ছিনতাইকৃত লাগেজসহ কিছু মালামাল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। জিজ্ঞেসাবাদে জানতে পেরেছি, তারা আনোয়ার গ্রুপে কাজ করে। এই ঘটনার মূলহোতার নামও পেয়েছি। তাকে গ্রেফতারের চেষ্টা করছি। আর এই চক্রটি ঢাকার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এই অপকর্ম চালিয়ে যাচ্ছিল। তারা সাত দিন পরপর প্রাইভেট কারের রং পরিবর্তন করে ফেলত।’