আলচেরিংগা চ্যাম্পিয়ন ট্রফি জিতল বাংলাদেশ টিম ‘রেনেসাস’

অনলাইন ডেস্ক
১০ মার্চ ২০২৪, ২১:১১
শেয়ার :
আলচেরিংগা চ্যাম্পিয়ন ট্রফি জিতল বাংলাদেশ টিম ‘রেনেসাস’

সাংস্কৃতিক প্রতিযোগিতা আলচেরিংগা-২০২৪ এর চ্যাম্পিয়ন ট্রফি জিতল বাংলাদেশ টিম ‘রেনেসাস’। 

গত ৭ মার্চ থেকে ভারতের আসামে আইআইটি গৌহাটি আয়োজন করা হয় সাংস্কৃতিক প্রতিযোগিতা আলচেরিংগা-২০২৪। 

আজ রবিবার অনুষ্ঠানের শেষ দিনে দক্ষিণ এশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩০ দলকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন ট্রফি জয় করে বাংলাদেশ দল ‘রেনেসাস’।