শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজে টিকিটের মূল্য কত?
সিরিজ হেরে শ্রীলংকার বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি শেষ করেছে বাংলাদেশ। মাঝখানে খুব বেশি ফুরসত নেই। ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে আগামী ১৩ই মার্চ থেকে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠেয় ম্যাচগুলোকে সামনে রেখে এরই মধ্যে টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৩ ম্যাচের এই সিরিজে ৬টি ক্যাটাগরিতে বিক্রি হবে টিকিট। সর্বনিম্ন মূল্যের টিকিট ২০০ টাকা। স্টেডিয়ামের পশ্চিম স্ট্যান্ডে খেলা দেখা যাবে এই মূল্যে। সর্বোচ্চ টিকিটমূল্য ১ হাজার ৫০০ টাকা। গ্র্যান্ড স্টান্ড ও রুফ টপ হসপিটালিতে বসে খেলা দেখতে গুনতে হবে এই টাকা। এছাড়া, ইন্টারন্যাশনাল স্টান্ডে ১ হাজার টাকা, ক্লাব হাউজে ৫০০ টাকা ও পূর্বদিকের স্টান্ডে খেলা দেখা যাবে ৩০০ টাকায়।
টিকিট বিক্রি হবে সাগরিকা টিকিট কাউন্টার (বিটাক সার্কেলের পাশে) ও এম এ আজিজ ক্রিকেট স্টেডিয়ামের কাউন্টারে। টিকিট বিক্রি শুরু হবে আগামী ১২ মার্চ থেকে। ম্যাচের আগের দিন ও ম্যাচের দিন পাওয়া যাবে টিকিট। সকাল সাড়ে ৯টা থেকে টিকিট বিক্রি শুরু হয়ে চলবে রাত ৮টা পর্যন্ত।
আগামী ১৩ মার্চ বুধবার শুরু হবে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি। একদিন বিরতি দিয়ে দ্বিতীয় ম্যাচ হবে ১৫ মার্চ। আর তৃতীয় ও শেষ ওয়ানডে হবে আগামী ১৮ মার্চ। প্রথম দুইটি দিবা-রাত্রির ম্যাচ, শুরু হবে দুপুর আড়াইটায়। আর শেষ ম্যাচটি শুরু হবে সকাল ১০টায়।