আমাদের সময়ের জয়জয়কার
ওয়ালটন মিডিয়া কাপের অষ্টম আসরের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন আমাদের সময়ের কয়েকজন প্রতিনিধি। ছেলেদের এককে এক সেটের লড়াইয়ে জয় পেয়েছেন মিজানুর রহমান, এনামুল হক, ফারুক আহমেদ টিটু ও প্রিন্স রাসেল। ছেলেদের ডাবলসের দ্বিতীয় রাউন্ডের টিকিট কেটেছে টিটু ও রাজীব জুটি এবং এনামুল-শাকিল জুটি। গতকাল শহীদ তাজউদ্দীন ইনডোর স্টেডিয়ামে চ্যানেল আইয়ের দীপ-রাকিবকে ২১-১৮ পয়েন্টে হারিয়েছে টিটু-রাজীব জুটি। অন্য ম্যাচে সমকালের রাজীব-সামিকে ২১-১৪ গেমে হারিয়েছে এনামুল-শাকিল জুটি। তবে চ্যানেল আইয়ের নওফেল-তাহের জুটির কাছে ১৬-২১ পয়েন্টে হেরে গেছেন আমাদের সময়ের প্রিন্স-মিজান জুটি। তবে হারলেও আজ দ্বিতীয় রাউন্ডে ওঠার সুযোগ আছে তাদের। ওদিকে টানা দুই জয়ে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছেন বিজনেস পোস্টের সাদ-শাওন জুটি।
আরও পড়ুন:
সূর্যর সাফল্যের মন্ত্র