৭০০’র ক্লাবে মুরালিধরন-ওয়ার্নের পরই অ্যান্ডারসন

স্পোর্টস ডেস্ক
০৯ মার্চ ২০২৪, ১২:০৯
শেয়ার :
৭০০’র ক্লাবে মুরালিধরন-ওয়ার্নের পরই অ্যান্ডারসন

জেমস অ্যান্ডারসনের করা শর্ট বলে ব্যাট ঠিকঠাক লাগাতে পারলেন না কুলদীপ যাদব। ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে উইকেটকিপার বেন ফোকসের গ্লাভসে। তাতেই তৈরি হয় ইতিহাস। টেস্ট ক্রিকেটে ৭০০ উইকেটের মালিক হয়ে যান অ্যান্ডারসন। 

১৮৭৭ সালে শুরু হওয়ার পর ১৪৭ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে অ্যান্ডারসনই প্রথম পেসার, যিনি ৭০০ টেস্ট উইকেট নিলেন। আর টেস্টে মোট উইকেটসংখ্যায় তৃতীয়। ৪১ বছর বয়সী এই পেসারের আগে এই কীর্তিতে নাম লিখিয়েন শ্রীলংকার কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরন (১৩৩ ম্যাচে ৮০০) ও অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন (১৪৫ ম্যাচে ৭০৮)। তবে তারা দুজনই ছিলেন স্পিনার। 

আরও পড়ুন: ক্রিকেট ছেড়ে শফিককে নাটক করতে বললেন আকরাম

২০০২ সালে ইংল্যান্ডের হয়ে টেস্টে অভিষেক হয়েছিল অ্যান্ডারসনের। ১৮৭তম ম্যাচে এসে দেখা পেলেন ৭০০ উইকেটের। ২৬.৫২ গড় ও ৫৬.৯ স্ট্রাইকরেটে এই উইকেটগুলো নিয়েছেন তিনি। এর মধ্যে ৩২ বার ম্যাচে ৫টি করে উইকেট ও তিনবার ১০টি করে উইকেট নিয়েছেন। ক্যারিয়ারে তার সেরা বোলিং ফিগার ৭/৪২।