অঘোষিত ফাইনালে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

স্পোর্টস ডেস্ক
০৯ মার্চ ২০২৪, ১১:১০
শেয়ার :
অঘোষিত ফাইনালে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

শ্রীলংকার বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মাত্র ৩ রানে হেরে গিয়েছিল বাংলাদেশ। শ্রীলংকার দেওয়া পাহাড়সম লক্ষ্যেও টাইগাররা জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলির বীরোচিত ব্যাটিংয়ে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে তো লংকানদের রীতিমতো উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। ১১ বল হাতে রেখে পেয়েছে ৮ উইকেটের সহজ জয়।

সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি তাই পরিণত হয়েছে অঘোষিত ফাইনালে। এই ম্যাচে যারা জিতবে তারাই ঘরে তুলবে শিরোপা। বাংলাদেশের জন্য ম্যাচটি ইতিহাস গড়ারও একটি বড় সুযোগ। এর আগে কখনো শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতেনি টাইগাররা। সর্বোচ্চ সাফল্য ছিল ২০১৭ সালে সিরিজ ড্র। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ শনিবার বিকেল ৩টায় শুরু হবে ম্যাচ। প্রথম দুই ম্যাচের কন্ডিশন থেকে আজকের ম্যাচটি একটু ভিন্ন হবে। এটি নাজমুল হোসেন শান্তর দলের জন্য একটি চ্যালেঞ্জও। কারণ, প্রথম দুইটি ম্যাচ শুরু হয়েছে সন্ধ্যা ছয়টায়। সেক্ষেত্রে শিশির একটি বড় প্রভাব ফেলেছে। স্পিনাররা খুব বেশি সুবিধা করতে পারেননি। 

গুরুত্বপূর্ণ এমন ম্যাচে আজ স্পিনারদের আধিক্য থাকাই স্বাভাবিক। তবে ‘উইনিং কম্বিনেশন’ ভাঙতে চাইবে না বাংলাদেশ। যদিও স্পিনার হিসেবে শেখ মেহেদী হাসানের পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না। তাই, তার জায়গায় তাইজুলের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 

অন্যদিকে, ইনজুরিতে পড়ায় স্বাভাবিকভাবেই তৃতীয় ম্যাচে থাকছেন না পেসার মাথিশা পাথিরানা। তবে ফিরছেন তাদের নিয়মিত অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। সিরিজ নির্ধারণী এই ম্যাচে বড় ভূমিকা রাখতে পারেন তিনি। এছাড়া টানা দুই ম্যাচে ব্যর্থ আবিষ্কা ফার্নান্দোকেও বসিয়ে রাখতে পারে দলটি। সেক্ষেত্রে সুযোগ মিলতে পারে নিরোশান দিকভেলার। 

দুই দলের সম্ভাব্য একাদশ

বাংলাদেশ: লিটন দাস (উইকেটরক্ষক), সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

শ্রীলংকা: কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রামা, চারিথ আসালাঙ্কা, নিরোশান দিকভেলা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), মহেশ থিকশানা, দিলশান মাদুশাঙ্কা ও বিনুরা ফার্নান্দো।