ক্রিকেট ছেড়ে শফিককে নাটক করতে বললেন আকরাম

স্পোর্টস ডেস্ক
০৯ মার্চ ২০২৪, ১০:০৭
শেয়ার :
ক্রিকেট ছেড়ে শফিককে নাটক করতে বললেন আকরাম

পিএসএলে (পাকিস্তান সুপার লিগ) লাহোর কালান্দার্স ও ইসলামাবাদ ইউনাইটেডের ম্যাচ। লাহোরের পেসার ডেভিড ভিসার বল ঠিকঠাক খেলতে পারেননি ইসলামাবাদের ব্যাটার ইমাদ ওয়াসিম। স্লিপে চলে যাওয়া বল ক্ষিপ্রগতিতে তালুবন্দী করেন আব্দুল্লাহ শফিক। এরপর তুমুল উদযাপন। মুখে আঙুল দিয়ে সমালোচকদের চুপ করার ভঙ্গিতে উদযাপন করেন তিনি। 

তবে শফিকের এমন কর্মকাণ্ড মোটেও পছন্দ হয়নি পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরামের। অস্ট্রেলিয়া সিরিজে অনেকগুলো সহজ ক্যাচ ছেড়েছিলেন এই শফিক। সেই প্রসঙ্গ টেনে এমন উদযাপনের কারণে শফিককে ক্রিকেট না খেলে নাটক করতে বলেছেন আকরাম।  

এ স্পোর্টসকে আকরাম বলেন, ‘কোনো সন্দেহ নাই, দুর্দান্ত ক্যাচ। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৬টি ক্যাচ (মূলত ৪টি) ছাড়ার পেছনে দায়ী কে? তার জবাব কে দেবে? আব্দুল্লাহর উচিত ক্রিকেট ছেড়ে নাটকে কাজ করা।’

অনুষ্ঠানে উপস্থিত পাকিস্তানের আরেক সাবেক অধিনায়ক আজহার আলী বলেন, ‘শফিকের অঙ্গভঙ্গি হয়তো লাহোর কালান্দার্সের ড্রেসিংরুমে কোনো ঘটনার জন্য তার রাগের বহিঃপ্রকাশ হতে পারে।’

প্রসঙ্গত, রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত এই ম্যাচে ১৭ রানের জয় পেয়েছে পিএসএলের বর্তমান চ্যাম্পিয়ন লাহোর। প্রথমে ব্যাট করে ইসলামাবাদকে ১৬৩ রানের লক্ষ্য দেয় আব্দুল্লাহ শফিকের দল। জবাব দিতে নেমে ১৪৫ রানে অলআউট হয় ইসলামাবাদ।