ইয়ামালের নৈপুণ্যে জয়, জিরোনাকে টপকে দুইয়ে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
০৯ মার্চ ২০২৪, ০৯:১৯
শেয়ার :
ইয়ামালের নৈপুণ্যে জয়, জিরোনাকে টপকে দুইয়ে বার্সেলোনা

পেনাল্টি পেয়েও প্রথমার্ধে বার্সেলোনাকে গোল উপহার দিতে পারেননি ইলকায় গুনদোয়ান। তবে দ্বিতীয়ার্ধের শেষের দিকে বুলেট গতির শটে মায়োর্কার জাল কাঁপিয়েছেন তরুণ লামিনে ইয়ামাল। তাতে ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে জাভি হার্নান্দেজের দল। 

এই জয়ে স্প্যানিশ লা লিগায় জিরোনাকে টপকে দুই নম্বরে চলে এল বার্সেলোনা। ২৮ ম্যাচ শেষে বার্সার পয়েন্ট এখন ৬১। একটি ম্যাচ কম খেলে জিরোনার ৫৯, আছে পয়েন্ট টেবিলের তিনে। আর ২৭ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদ। 

শুক্রবার রাতে নিজেদের ডিফেন্স সুরক্ষিত রেখে কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলে মায়োর্কা। তবে বল প্রচুর পায়ে থাকলেও সুবিধা করতে পারছিল না বার্সেলোনা। বারবার মায়োর্কার ডিফেন্সে হতাশ হতে হয় বার্সার আক্রমণভাগকে। 

জাভি হার্নান্দেজের দল বড় সুযোগ পায় ম্যাচের ২৪ মিনিটে। রাফিনিয়াকে মায়োর্কার ডিফেন্ডার মানুয়েল কোপেতে লাথি দিলে পেনাল্টি পায় বার্সেলোনা। তবে দলকে হতাশায় ডোবান গুনদোয়ান। বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে গুনদোয়ানের দুর্বল শট ফিরিয়ে দেন মায়োর্কা গোলরক্ষক পেদ্রাগ রাইকোভিচ। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ড্র-তেই। 

দ্বিতীয়ার্ধের শুরুতেও দারুণ ঝলক দেখান মায়োর্কা গোলরক্ষক। ফেলিক্সের শট অন্য একজনের পা হয়ে গোলের দিকে ছুটলেও দুর্দান্ত সেভ করেন রাইকোভিচ। ৫৭ মিনিটে গোলের সুযোগ পেয়েছিলেন ইয়ামাল। তবে গতিময় শটটি ফিরে আসে ক্রসবার থেকে। 

৬২ মিনিটের মাথায় রবার্তো লেভানদোভস্কি ও ভিতো হকে মাঠে নামলে বার্সার আক্রমণের গতি বাড়ে। অবশেষে ৭৩ মিনিটে কাঙ্খিত গোল পায় দলটি। ডি বক্সের বাইরে বল পেয়ে নিজের জাদুতে বক্সে ঢুকে যান ইয়ামাল। দুইজনকে এড়িয়ে দুর্দান্ত বাঁকানো এক শটে বল জালে জড়ান এই তরুণ তারকা। শেষ পর্যন্ত এই ১ গোলই হয় জয়ের ব্যবধান।