বাংলাদেশের বিপক্ষে ‘ফাইনালের’ আগে লংকান শিবিরে দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক
০৯ মার্চ ২০২৪, ০৮:৪২
শেয়ার :
বাংলাদেশের বিপক্ষে ‘ফাইনালের’ আগে লংকান শিবিরে দুঃসংবাদ

৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে শ্রীলংকা জিতলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তৃতীয় ম্যাচটি তাই পরিণত হয়েছে অঘোষিত ফাইনালে। গুরুত্বপূর্ণ এই ম্যাচেই দুঃসংবাদ শ্রীলংকান শিবিরে। ছিটকে গেছেন দ্রুতগতির তরুণ বোলার মাথিশা পাথিরানা। 

হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে গুরুত্বপূর্ণ এই ম্যাচে খেলতে পারবেন না পাথিরানা। এরই মধ্যে শ্রীলংকার নতুন (লাসিথ) মালিঙ্গা হিসেবে পরিচিত হয়ে ওঠা এই খেলোয়াড়কে নিয়ে এই দুঃসংবাদটি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।  

সিরিজের দ্বিতীয় ম্যাচে চোটে পড়েছিলেন পাথিরানা। ওই ম্যাচে নিজের কোটার চার ওভারও পূর্ণ করতে পারেননি এই পেসার। তৃতীয় ম্যাচে তাই খেলতে পারবেন কি না সেটি নিয়ে শঙ্কা শুরু হয় সেদিন থেকেই। 

সিরিজের দ্বিতীয় ম্যাচেই বাঁ পায়ে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ছিলেন এই পেসার। সে ম্যাচে নিজের স্পেলের চতুর্থ ওভার শেষও করতে পারেননি। তখন থেকেই সিরিজ নির্ধারণী টি–টোয়েন্টিতে তাঁর খেলা নিয়ে শঙ্কা ছিল। সিরিজে প্রথম ম্যাচে একটা সুবিধা করতে না পারলেও দ্বিতীয় ম্যাচে মন্দ করেননি পাথিরানা। প্রথম ম্যাচে ৪ ওভারে ৫৬ রান দিয়েছেন। আর দ্বিতীয় ম্যাচে ৩ ওভার ৪ বল করে নেন ২ উইকেট। 

এদিকে পাথিরানা ছিটকে গেলেও এই ম্যাচে ফিরছেন দলের অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। আম্পায়ারের সঙ্গে বাজে ব্যবহারের কারণে দুই ম্যাচ নিষিদ্ধ ছিলেন এই অলরাউন্ডার। তাই খেলতে পারেননি সিরিজের প্রথম দুই ম্যাচ। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ বিকেল তিনটায় মুখোমুখি হবে শ্রীলংকা ও বাংলাদেশ। এই ম্যাচ জিতলেই ইতিহাসে প্রথমবারের মতো শ্রীলংকাকে টি-টোয়েন্টি সিরিজ হারানোর স্বাদ পাবে টাইগাররা।