পিএসএলে মাসুদের সঙ্গে লেগে গেল শাদাবের
ক্রিকেট মাঠে বাক-বিতণ্ডায় জড়িয়েছেন পাকিস্তান দলের দুই ক্রিকেটার শান মাসুদ ও শাদাব খান। গতকাল বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচ চলাকালে এই তর্কে জড়ান দুজন।
ইসলামাবাদ ইউনাইটেডের অধিনায়ক শাদাবের সঙ্গে করাচি কিংসের অধিনায়ক শান মাসুদের সঙ্গে তর্ক শুরু হয় একটি কট বিহাইন্ডের ডিআরএস (ডিসিশন রিভিউ সিস্টেম) নিয়ে।
ওই সময় ব্যাট করছিলেন ইসলামাবাদের আগা সালমান আর বোলিংয়ে করাচির মোহাম্মদ নওয়াজ। সে সময় নন স্ট্রাইক প্রান্তে ছিলেন শাদাব। একটি বলে মাসুদ রিভিউ নিতে দেরি করছেন বলে অভিযোগ করেন শাদাব। জবাবে মাসুদ শাদাবকে তার নিজের জায়গায় ফেরত যেতে বলেন এবং তার (মাসুদ) ও আম্পায়ারের মধ্যে ঢুকতে না করেন। শাদাবকে উপেক্ষা করে শেষ পর্যন্ত রিভিউ নেন মাসুদ।
ডিআরএস পরীক্ষা করে দেখা যায়, আগা সালমানের ব্যাটের সঙ্গে বলের কোনো সংযোগ ছিল না। বরং বল তার প্যাড ছুঁয়ে যায়। এ যাত্রায় মাসুদের আবেদন ব্যর্থ হয় এবং উইকেটে টিকে যান সালমান।
ম্যাচে ৫ উইকেটের জয় পায় ইসলামাবাদ। ম্যাচশেষে মাসুদের সঙ্গে তর্কের বিষয়টি নিয়ে কথা বলেছেন শাদাব। ইসলামাবাদ অধিনায়ক বলেন, ‘শান (মাসুদ) ভাই মাঠের একটি বিষয়ে ভুল বোঝাবুঝিতে রেগে গিয়েছিলেন। কিন্তু এমন ছোটখাট বিষয় ক্রিকেটে হয়েই থাকে। এটি গুরুতর কোনো বিষয় নয়।’