তদন্তের মুখে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ
চলতি মৌসুমে স্প্যানিশ লা লিগায় আধিপত্য দেখাচ্ছে রিয়াল মাদ্রিদ। পয়েন্ট টেবিলের শীর্ষ দল এখন মাদ্রিদের এই ক্লাবটি। তবে একটি কর্মকাণ্ডে বিতর্কের মুখে পড়েছে রিয়াল। সেটি হচ্ছে, ম্যাচের আগে ও পরে রেফারির ভুলগুলো তুলে ধরে রিয়াল মাদ্রিদ টিভিতে তাদের সমালোচনা করা।
বিষয়টি নিয়ে গত মাসেই অসন্তোষ প্রকাশ করেছিলেন বার্সেলোনার সভাপতি হুয়ান লাপোর্তা। আর রিয়ালের বিপক্ষে লা লিগায় ম্যাচের আগে স্প্যানিশ ফুটবল ফেডারেশনে (আরএফইএফ) অভিযোগ দায়ের করেছিল সেভিয়া। এই ক্লাবটির অভিযোগ আমলে নিয়ে তদন্ত শুরু করেছে স্পেনের ফেডারেশন।
গত মাসে রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ১-০ গোলে হেরেছিল সেভিয়া। তার আগে ২৪ ফেব্রুয়ারি ফেডারেশনে অভিযোগ করে সেভিয়া। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে সেভিয়া জানায়, রিয়ালের বিপক্ষে তদন্ত শুরুর কথা তাদের জানিয়েছে ফেডারেশন। সেভিয়া মনে করে, রিয়াল মাদ্রিদ টিভির ভিডিও রেফারিদের প্রভাবিত করে ও তাদের ওপর চাপ সৃষ্টি করতে পারে।
গত মাসে বার্সেলোনার একটি রেডিওকে বার্সা সভাপতি লাপোর্তা রিয়াল মাদ্রিদ টিভির ভিডিওগুলোকে ‘লজ্জাজনক’ হিসেবে অভিহিত করেছিলেন। সেসময় ফেডারেশনের হস্তক্ষেপ কামনা করেন তিনি। তার কথার সঙ্গে পরে সুর মেলান বার্সা কোচ জাভি হার্নান্দেজও। রিয়াল মাদ্রিদ টিভির ভিডিওগুলো যে রেফারিকে প্রভাবিত করে সেটি অন্ধ ব্যক্তিও বুঝতে পারবে বলে মন্তব্য করেন তিনি।