আফগানিস্তান ক্রিকেটকে বিদায় বললেন ইব্রাহিম-মুজিবের চাচা নুর
২০০৯ সালে আফগানিস্তানের হয়ে প্রথম আনুষ্ঠানিক ওয়ানডেতে ওপেনার ব্যাটার হিসেবে খেলেছেন নুর আলী জাদরান। এরপর সময় অনেক গড়িয়েছে। এখন একই দলে খেলেন তার দুই ভাতিজা ইব্রাহিম জাদরান ও মুজিব-উর-রহমান। ১৫ বছরের ক্যারিয়ারের ইতি টেনে অবশেষে আফগানিস্তান ক্রিকেটকে বিদায় জানালেন নুর।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে নুর আলীর অবসরের বিষয়টি জানায় আফগানিস্তান ক্রিকেট বোর্ড। গতকাল বৃহস্পতিবার আয়ারল্যান্ডের বিপক্ষে শুরু হয় আফগানিস্তানের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এদিনই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন নুর। দলে না থাকলেও তাকে গার্ড অব অনার দেয় আফগান দল।
২০০৯ সালে আফগানিস্তানের ওয়ানডে অভিষেক ম্যাচে নেমে ২৮ বলে ৪৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন নুর। সেই ম্যাচে ৮৯ রানের জয় পায় আফগানিস্তান। তার পরের বছরই টি-টোয়েন্টিতে অভিষেক হয়ে নুরের।
সর্বশেষ ২০১৯ সালে ওয়ানডে খেলেন নুর। এই সংস্করণে ১ হাজার ২১৬ রান আছে তার। ২৪.৮১ গড়ে করা এই রানের পথে পেয়েছেন ১টি সেঞ্চুরি ও ৭টি ফিফটি। টি-টোয়েন্টিতে ৫৯৭ রান আছে তার। ১০১.৮৭ স্ট্রাইকরেটে ৪টি ফিফটিতে এই রান করেছেন নুর।
ক্যারিয়ারের শেষের দিকে এসে টেস্ট ক্রিকেটেরও স্বাদ পান মুজিব-ইব্রাহিমদের চাচা। গত ফেব্রুয়ারিতে শ্রীলংকার বিপক্ষে টেস্টে ভাতিজা ইব্রাহিমের সঙ্গে ইনিংস ওপেন করেন নুর। দুই ইনিংসে ৩১ ও ৪৭ রান করে মন্দ করেননি তিনি। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষেও আরেকটি টেস্ট খেলেন নুর। আন্তর্জাতিক ক্রিকেটে এটিই হয়ে রইল তার শেষ ম্যাচ।