৫ বছরের জেল হতে পারে রিয়াল কোচ আনচেলত্তির!
কর ফাঁকির অভিযোগে ফেঁসে যেতে পারেন স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি। স্পেনের কৌঁসুলিরা ইতালিয়ান এই কোচের ৪ বছর ৯ মাস কারাদণ্ড চেয়েছেন। স্পেনের কর কার্যালয় আজ বুধবার এই তথ্য জানায়।
আনচেলত্তির বিরুদ্ধে অভিযোগ, স্পেনের রাজস্ব বিভাগকে ১ মিলিয়ন ইউরোরও বেশি কর ফাঁকি দিয়েছেন তিনি। যদিও কর ফাঁকির ঘটনাটি প্রায় দশ বছর আগে। রিয়াল মাদ্রিদের হয়ে তিনি যখন প্রথম মেয়াদে কোচিং করান; ২০১৩-১৫ সালের। ২০১৪ ও ২০১৫ সালে ইমেজ স্বত্ব থেকে প্রাপ্ত আয়ের তথ্য লুকিয়েছেন বলে অভিযোগ আনচেলত্তির বিরুদ্ধে।
স্পেনের কর কার্যালয় জানায়, আনচেলত্তি নিজেকে স্পেনের একজন করদাতা হিসেবে ঘোষণা করেছিলেন এবং আবাসস্থল হিসেবে মাদ্রিদের নাম উল্লেখ করেছিলেন। তবে কর রিটার্নে শুধু রিয়াল মাদ্রিদ থেকে পাওয়া ব্যক্তিগত সম্মানীটুকুই দেখিয়েছেন।
২০১৩ সালে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই ছেড়ে রিয়ালে যোগ দেন আনচেলত্তি। ২০১৩-১৪ মৌসুমে রিয়ালকে দীর্ঘদিনের প্রতীক্ষিত চ্যাম্পিয়ন্স লিগের দশম শিরোপা ‘লা দেসিমা’ জেতান তিনি। যদিও ২০১৫ সালে রিয়অল ছেড়ে বায়ার্ন মিউনিখে যোগ দেন এই ইতালিয়ান। এরপর নাপোলি ও এভারটনে কিছুদিন কোচিং করিয়ে ফের ২০২১ সালে দ্বিতীয় মেয়াদে রিয়ালে ফেরেন আনচেলত্তি।
ক্লাব ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা কোচ আনচেলত্তি। কোচ হিসেবে চারবার জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ। ইতিহাসে এই কীর্তি অন্য কোনো কোচেরই নেই। দুবার রিয়াল ও দুবার এসি মিলানের হয়ে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই ক্লাব শিরোপা জেতেন আনচেলত্তি।