জ্যোতির মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে ছিনতাইকারীরা

স্পোর্টস ডেস্ক
০৬ মার্চ ২০২৪, ১৬:১৭
শেয়ার :
জ্যোতির মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে ছিনতাইকারীরা

ছিনতাইকারীর কবলে পড়ে খোয়া গেছে বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যক্তিগত সরঞ্জাম বহনকারী ব্যাগ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন এলাকায় তিন-চারজন ছিনতাইকারী জ্যোতির ব্যাগ নিয়ে যায়। যদিও ঘটনাস্থলে ছিলেন না টাইগ্রেস অধিনায়ক।

ঘটনাটি ঘটেছে গত ২৯ ফেব্রুয়ারি। জানা গেছে, জ্যোতির সরঞ্জামের ব্যাগ নিয়ে শেরপুর থেকে ঢাকায় ফিরছিলেন সতীর্থ ওপেনার ফারজানা হক পিংকির স্বামী মাহবুব রাকিব মিশন। মধ্যরাতে মিরপুর স্টেডিয়াম সংলগ্ন নিজের বাসার সামনে কেয়ারটেকারের জন্য অপেক্ষা করছিলেন তিনি। তখনেই তিন-চারজন ছিনতাইকারী অস্ত্রের মুখে ছিনিয়ে নেয় জ্যোতির ব্যাগ। 

জ্যোতি জানিয়েছেন, শেরপুর থেকে পরদিন ঢাকায় আসার কথা ছিল তার। কিন্তু অনেকগুলো লাগেজ থাকায় একটি ব্যাগ পিংকির স্বামীর কাছে দিয়ে দেন। যেখানে ছিল হেলমেট, দৌড়ানোর জুতা, কিছু ড্রেস ও প্রায়োজনীয় কাগজপত্র। 

টাইগ্রেস অধিনায়ক আরও জানিয়েছেন, এ ঘটনায় মামলা করা হয়েছে। তবে ঘটনা ১ তারিখের হলেও বিষয়টির কোনো সুরাহা হয়নি। মূল্যবান এসব জিনিসপত্র হারানোয় উদ্বিগ্ন তিনি। তথ্যের নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন তিনি। এ ঘটনায় পিংকির স্বামী মিশনের দুটি আইফোন ও ক্যামেরাসহ মূল্যবান জিনিস খোয়া গেছে বলেও জানান জ্যোতি।