এমবাপ্পের জোড়া গোলে কোয়ার্টার ফাইনালে পিএসজি

স্পোর্টস ডেস্ক
০৬ মার্চ ২০২৪, ০৯:১৩
শেয়ার :
এমবাপ্পের জোড়া গোলে কোয়ার্টার ফাইনালে পিএসজি

কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে রিয়াল সোসিয়েদাদকে ২-১ গোলে হারিয়েছে পিএসজি। আর দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের অগ্রগামিতায় আসরের কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করল লুইস এনরিকের শিষ্যরা।

মঙ্গলবার রাতে সোসিয়েদাদের মাঠে শেষ ষোলোর ফিরতি লেগে খেলতে নামে পিএসজি। যেখানে প্রথমার্ধে দলকে এগিয়ে নেওয়া এমবাপ্পে দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করেন। শেষ সময়ে মিকেল মেরিনোর গোলে স্বাগতিকদের পরাজয়ের ব্যবধানই কমে শুধু।

খেলার পঞ্চদশ মিনিটে দারুণ গোলে দলকে এগিয়ে নেন এমবাপ্পে। উসমান দেম্বেলের থ্রু বল বক্সের ভেতর বাঁ দিকে নিয়ন্ত্রণে নেন তিনি। এরপর প্রতিপক্ষের এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে জায়গা বানিয়ে ডান পায়ের শটে দূরের পোস্ট দিয়ে বল জালে জড়ান বিশ্বকাপ জয়ী তারকা।

বিরতির পর ৫৬তম মিনিটে গোলের সংখ্যা বাড়িয়ে দলকে শেষ আটের পথে এগিয়ে নেন এমবাপে। মাঝমাঠ থেকে লি কাং-ইনের বাড়ানো বল ধরে বক্সে ঢুকে ডান পায়ের শটে কাছের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন তিনি।

পরে নির্ধারিত সময় শেষের এক মিনিট বাকি থাকতে সান্ত্বনাসূচক গোলটি পায় সোসিয়েদাদ। ডান দিকের বাইলাইনের কাছাকাছি থেকে একজনের শট দোন্নারুম্মা ঠেকানোর পর ছয় গজ বক্সের মুখ থেকে লক্ষ্যভেদ করেন স্প্যানিশ মিডফিল্ডার মেরিনো।