সতীর্থের ব্যাগ থেকে টাকা চুরি করে উধাও পাকিস্তানি খেলোয়াড়

স্পোর্টস ডেস্ক
০৫ মার্চ ২০২৪, ১৬:৫৬
শেয়ার :
সতীর্থের ব্যাগ থেকে টাকা চুরি করে উধাও পাকিস্তানি খেলোয়াড়

পাকিস্তানের ক্রীড়াঙ্গণে ঘটে গেল লজ্জাজনক এক ঘটনা। অলিম্পিক বাছাইপর্বের একটি টুর্নামেন্টে অংশ নিতে ইতালি গিয়েছিলেন জোহাইব রশিদ নামে দেশটির এক বক্সার। সেখানেই সতীর্থ আরেক খেলোয়াড়ের ব্যাগ থেকে টাকা চুরি করে উধাও হয়েছেন রশিদ।

আজ মঙ্গলবার এই ঘটনা জানায় পাকিস্তান অ্যামেচার বক্সিং ফেডারেশন। ফেডারেশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টি তারা ইতালিতে অবস্থিত পাকিস্তান দূতাবাসের নজরে এনেছেন এবং ঘটনার বিষয়ে একটি পুলিশ প্রতিবেদনও জমা দিয়েছেন।

জাতীয় ফেডারেশনের সেক্রেটারি কর্নেল নাসির আহমেদ বলেন, ‘অলিম্পিক বাছাইপর্বের টুর্নামেন্টে অংশ নিতে পাঁচ সদস্যের স্কোয়াডের অংশ হিসেবে সেখানে (ইতালি) গিয়েছিল জোহাইব রশিদ। তবে সেখানে গিয়ে সে যা করল তা ফেডারেশন এবং দেশের জন্য সবচেয়ে বিব্রতকর।’ 

জোহাইব গত বছরের এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। তাকে বিবেচনা করা হয়েছিল পাকিস্তানের উঠতি প্রতিভা হিসাবে।

নাসির জানান, লরা ইকরাম নামে এক নারী বক্সার প্রশিক্ষণের জন্য বাইরে গিয়েছিলেন এবং জোহাইব সামনের ডেস্ক থেকে তার রুমের চাবি নিয়েছিল। হোটেল থেকে বের হয়ে যাওয়ার আগে সে একটি পার্স (লরার) থেকে কিছু বৈদেশিক মুদ্রা চুরি করে।

এই কর্মকর্তা আরও বলেন, ‘ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে এবং তারা এখন তাকে খুঁজছে। কিন্তু সে কারো সঙ্গে যোগাযোগ করছে না।’